-->

শুরু হয়েছে 'শুদ্ধ বানান অভিযান' তৃতীয় মৌসুম।

নিজস্ব প্রতিবেদক:

'বাংলা আমার, আমি বাংলার' এই স্লোগান নিয়ে শিশু-কিশোর২৪.কম, ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল ও পাতা প্রকাশ এর যৌথ আয়োজনে আবারও শুরু হয়েছে শুদ্ধ বানান খুঁজে বের করার প্রতিযোগিতা 'শুদ্ধ বানান অভিযান ২০২২'। 

১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই নিয়ে তৃতীয়বারের মতো এটি আয়োজন করছে শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল। এবারো তাদের সহযোগি হিসেবে আয়োজনে যুক্ত হয়েছে মান সম্মত বইয়ের প্রকাশনা সংস্থা 'পাতা প্রকাশ'।

পাতা প্রকাশের চেয়ারম্যান জাকির আহমদ বলেন, 'বাংলা ভাষাকে নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতার আয়োজন হয়। দারুণ একটি উদ্যোগ এটি। শুরু থেকেই এর সাথে আছে পাতা প্রকাশ। ভবিষ্যতেও এর সাথে থাকবো আমরা।'

প্রতিযোগিতায় যেকোনো বয়সের মানুষ অংশ নিতে পারবে। ১৩ জন বিজয়ী কে পুরস্কার তুলে দিবে আয়োজকরা।

নিচের লিংকে প্রবেশ করে অংশ নেয়া যাবে প্রতিযোগিতায়-

https://docs.google.com/forms/shuddhobanan

শুরু হয়েছে 'শুদ্ধ বানান অভিযান' তৃতীয় মৌসুম। শুরু হয়েছে 'শুদ্ধ বানান অভিযান' তৃতীয় মৌসুম। Reviewed by সম্পাদক on শনিবার, ফেব্রুয়ারী ১২, ২০২২ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.