কবিতা: নতুনত্ব।
আকাশ, বাতাস, পাহাড়, নদী,সাগর-সমুদ্দুর;
সবকিছুতেই ভাসছে এখন নতুন দিনের সুর।
নতুন করে আঁকছে মানুষ নতুন দিনের ছবি;
আকাশ, বাতাস, পাহাড়, নদী নতুন লাগে সবই।
বলছে মানুষ - এই পুরনোই নতুন কোথায় ভাই?
পুরনোতে নতুন খুঁজে জীবন চলে যায়।
বলছি আমি- কে বলেছে নতুন কোথাও নাই?
মনের সকল খারাপ ভুলে, মন নতুন করা চাই।
এই নতুনে থাকবে নাকো পূর্বের কোনো ভয়;
ভয় ভীতি আর দুঃখ ভুলে শান্তির হবে জয়।
মনে আছে অনেক সাহস, বুকে আছে দম,
মনে অনেক আশা নিয়ে ২০২২কে স্বাগতম।
লেখা: জারিন তাসনিম।
শ্রেনী: ৮ম
স্কুল: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কবিতা: নতুনত্ব।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জানুয়ারী ১২, ২০২২
Rating: