ইয়া রাশেদ মো. ফারদিন:
চার বছর পর ২০০০ সালে 'স্টার সার্চ: বেনসন অ্যান্ড হেজেজ' প্রতিযোগিতায় রানার্সআপ হয় শিরোনামহীন। ব্যান্ড গঠনের শুরু থেকেই বিভিন্ন মেম্বারদের আসা যাওয়া থাকলেও একই বছর তানজির তুহিন যোগ দেয়ার পর পুরোদমে সঙ্গীতচর্চা শুরু করে তারা।এ পর্যন্ত তাদের পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে প্রকাশিত হয় তাদের অভিষেক অ্যালবাম ''জাহাজী''। মূলত নগরজীবন এবং জীবনসংগ্রাম অ্যালবামটির ভিত্তি, যার প্রকাশ ঘটেছে শিরোনাম ট্রাকে। অ্যালবামের সাইকেডেলিক রক ঘরানার গান "হাসিমুখ" ব্যাপক জনপ্রিয়তা লাভ করে! হাসিমুখ গানটি বলতে গেলে শিরোনামহীনকে পরিচিতি এনে দেয়। এরপর শিরোনামহীনকে আর ফিরে তাকাতে হয়নি।
২০০৬ সালে তারা দ্বিতীয় অ্যালবাম "ইচ্ছেঘুড়ি" প্রকাশ করে। এই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান "পাখি" ঐ বছর সেরা গান বিভাগে 'সিটিসেল চ্যানেল-আই' পুরস্কার লাভ করে!
এরপর ২০০৯ সালে "বন্ধ জানালা" নামে শিরোনামহীন তাদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের সবকটি গানই কমবেশি জনপ্রিয়তা পায় এবং ব্যবসায়িক সাফল্য লাভ করে।
বন্ধ জানালা অ্যালবামের সাফল্যের পর ভিন্ন ধারায় তাদের চতুর্থ অ্যালবাম "রবীন্দ্রনাথ" প্রকাশিত হয়।২০১০ সালে প্রকাশিত এই অ্যালবামটি ছিল বাংলাদেশি কোনো ব্যান্ডের প্রথম 'রবীন্দ্রসঙ্গীত' অ্যালবাম। প্রকাশের পর এটিও বাণিজ্যিক সাফল্য লাভ করে!
১৭ বছরের সঙ্গীত সফরের পর শিরোনামহীন ২০১৩ সালে নিয়ে আসে তাদের প্রথম স্বশিরোনাম এবং পঞ্চম অ্যালবাম "শিরোনামহীন"। এই অ্যালবামের "আবার হাসিমুখ" গানটি তাদের পূর্ববর্তী "হাসিমুখ" গানের সিক্যুয়েল। গীতিকথার দিক থেকে অ্যালবামটি নেতিবাচক জীবনের ইতিবাচক দিক বর্ণনা করে।
অর্ন্তদ্বন্দ্বের কারণে ২০১৭ সালে প্রধান ভোকাল তানজির তুহিন ব্যান্ড ত্যাগ করে। পরবর্তীতে শেখ ইশতিয়াক নতুন ভোকাল হিসেবে যোগ দেয়। ইশতিয়াকের কণ্ঠে এরপর শিরোনামহীন কয়েকটি একক গান প্রকাশ করে ব্যান্ডের অগ্রযাত্রা অব্যহত রাখে। ২০২০ সালে দলটি দুইযুগ পূর্তি উদযাপন করে। বর্তমানে শিরোনামহীন বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যিভাবে সফল এবং প্রভাবশালী রক ব্যান্ডগুলির একটি।
মাঝে দলটি ভেঙ্গে যাওয়ার আভাস দেখা দিলেও ব্যান্ড প্রধান জিয়া বাকিদের নিয়ে কার্যক্রম অব্যহত রাখে। কারণ "শিরোনামহীনের" যাত্রা এখনো শেষ হয়নি। তারা আরও অনেকদূর যাবে, যেতে হবে। 'হাসিমুখ' গানের মাধ্যমে তারা তা ইতিমধ্যে প্রকাশ করেছে," হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই....."!
বর্তমান লাইন আপ : জিয়া(বেজ), ইশতিয়াক (ভোকাল), দিয়াত (গিটার),শাফিন(ড্রাম), সাইমন(কিবোর্ড)
জনপ্রিয় কিছু গান: হাসিমুখ, আবার হাসিমুখ, বন্ধ জানালা, বাস স্টপেজ, ক্যাফেটেরিয়া, ইচ্ছেঘুড়ি, পাখি, বাংলাদেশ ইত্যাদি।
প্রিয় শিরোনামহীন
Reviewed by সম্পাদক
on
রবিবার, অক্টোবর ১৭, ২০২১
Rating: