-->

আকাশে তাকালে দেখা যাবে বিজ্ঞাপন!


জেবা সামিহা তমা,(রংপুর):

কাশের চাঁদকে দেখে ছড়া বলছেন, কিছুক্ষণ পর তার পাশেই দেখলেন একটা নতুন পণ্যের নাম। অবাক করা বিষয় তাই না? আকাশে দেখা যাবে বিভিন্ন পন্যের নাম এবং একই সাথে পুরো বিশ্ব দেখবে সেই নাম যা সম্ভব করতে চান বর্তমান বিশ্বের আলোচিত ধনী ব্যক্তি ইলন মাস্ক। 

জিইসি ও স্পেসএক্স এর মধ্যে ইতিমধ্যে এই নিয়ে চুক্তি নিয়ে হয়ে গেছে। জিইসির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও স্যামুয়েল রিড একটি বিজনেস প্রতিবেদনে জানিয়েছেন কিউবস্যাট নামে একটি স্যাটেলাইট তৈরির প্রক্রিয়া চলছে। স্যাটেলাইটের এক পাশে একটি পিক্সেলেটেড ডিসপ্লে স্ক্রিন থাকবে, যেখানে টাকার বিনিময়ে বিজ্ঞাপন, লোগো এবং শিল্পকর্ম প্রদর্শিত হবে।

কক্ষপথে স্থাপিত হওয়ার পর কিউবস্যাটের ডিসপ্লেতে দেখানো হবে বিজ্ঞাপন। একটি সেলফি স্টিক ডিসপ্লের ভিডিও রেকর্ড ও স্ট্রিম করবে। সেই ফুটেজ ইউটিউবে লাইভ স্ট্রিম করা হবে অথবা ভিডিও গেমস স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ থেকেও যে কেউ সেটি দেখতে পারবেন। কিউবস্যাটটি ২০২২ সালের প্রথম দিকে উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছেন রিড।

কিউবস্যাটে বিজ্ঞাপন দিতে, ডিসপ্লে স্ক্রিনে নির্দিষ্ট পরিমাণ পিক্সেল কিনতে এবং বিজ্ঞাপন ডিজাইন করতে আগে থেকে টোকেন কিনতে হবে। আর এই টোকেন কেনা যাবে ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম দিয়ে। পরবর্তীতে ডজকয়েনও এতে যুক্ত হতে পারে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা, শিল্পী এবং আগ্রহী যে কেউ কিউবস্যাটের ডিসপ্লে স্ক্রিনে বিজ্ঞাপন দেখাতে পারবেন। 

নতুন বিস্ময়কর উদ্যোগ প্রসঙ্গে জিইসি এর সিইও স্যামুয়েল রিড বলেছেন, ‘আমি এমন কিছু অর্জনের চেষ্টা করছি যা মহাকাশ প্রবেশাধিকারকে গণতান্ত্রিক করে তুলবে এবং বিস্তৃত অংশগ্রহণের অনুমোদন দেবে।’ তিনি আরও বলেন, ‘আশা করি, মানুষ অনুপযুক্ত, অপমানজনক বা আক্রমণাত্মক কোনো কিছুর পেছনে অর্থ খরচ করবেন না।’

কিন্তু এটা নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন প্রশ্ন। বিজ্ঞাপন  কতটা সময়ের হবে? এভাবে বিজ্ঞাপন দেয়ার কোনো নেতিবাচক প্রভাব পড়বে? এইসব কোনো প্রশ্নের উত্তর দেন নি জিইসি ও স্পেসএক্স। তবে "মার্কেটিং ইজ ইন এভ্রিহয়ার" কথাটি যেনো পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রমাণ করছেন ইলন মাস্ক ও স্যামুয়েল রেড। দেখা যাক বিশ্বকে তারা কি নতুন উপহার দেয়।

আকাশে তাকালে দেখা যাবে বিজ্ঞাপন! আকাশে তাকালে দেখা যাবে বিজ্ঞাপন! Reviewed by সম্পাদক on শনিবার, আগস্ট ২১, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.