-->

সাক্ষাৎকার: এখন মূল লক্ষ্য টোকিও অলেম্পিকে ভাল কিছু করা। - রোমান সানা।

রোমান সানা- ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস এ বাংলাদেশের হয়ে আর্চারীর ভিন্ন ৩টি ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন তিনি। বিশ্ব আর্চারী চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালে খেলার মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অলেম্পিক গেমস এ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন এই আর্চার। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। আর এতে অংশ নিতে এখন সেখানে অবস্থান করছেন রোমান সানা। ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল এর ৫ম সংখ্যায় প্রকাশিত হয়েছিল তার সাক্ষাৎকার। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

সাক্ষাৎকার: এখন মূল লক্ষ্য টোকিও অলেম্পিকে ভাল কিছু করা। - রোমান সানা। সাক্ষাৎকার: এখন মূল লক্ষ্য টোকিও অলেম্পিকে ভাল কিছু করা। - রোমান সানা। Reviewed by সম্পাদক on রবিবার, জুলাই ১৮, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.