-->

গল্প: মাস্কম্যান।

গল্প: মাস্কম্যান।

লেখা: ফারদিন মুজতাহিদ।

অফিস শেষ হওয়ার দুই ঘণ্টা আগেই অফিস থেকে বের হয়ে গেলেন রহমান সাহেব। বসকে বলে যেতে পারতেন। তাছাড়া  একটা পেনড্রাইভ  বসকে দেয়ার কথা ছিল, যেটা কালকেই লাগবে আর সেটাতে অফিসের অর্থ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। কিন্তু বস জরুরি একটা মিটিংয়ে থাকায় তার সাথে কথা বলা হলো না।

কর্পোরেট অফিসে কাজ করেন রহমান সাহেব। ভীষণ ব‍্যস্ত থাকেন। এক সপ্তাহ ধরে তার পাঁচ বছর বয়সী ছোট মেয়েটা একটা পুতুলের জন‍্য বায়না করে আসছিল। সময়ের অভাবে মেয়ের আবদার পূরণ করতে পারেননি।আজকে সুযোগ পেয়েছেন।

শহরে নতুন একটা সুপার মার্কেট হয়েছে। টিভিতে মুখরোচক বিজ্ঞাপন দেখেই তার মেয়েটা এই মার্কেট থেকেই পুতুল কিনতে বলেছিল। তাই অন‍্য সব দোকান বাদ দিয়ে এখানে এসেছেন তিনি। মার্কেটে ঢুকে দেয়ালে সাটানো লেখায় দেখতে পেলেন বাচ্চাদের খেলনা পঞ্চম ফ্লোরে। বাছাই করে অনেক চড়া দামে সেখান থেকে একটা পুতুল কিনে মার্কেট থেকে বের যাচ্ছিলেন, তখনই তার বসের মতো একজনকে মূল দরজা দিয়ে মার্কেটের ভিতর  ঢুকতে দেখলেন। যদিও সন্ধ‍্যায় সময় বলে ঠিকমতো চেনা যাচ্ছে না।প্রথমে ভাবলেন, বসের তো এখন মিটিংয়ে থাকার কথা।তাহলে তিনি এখানে কেন? পরে ভাবলেন হয়তো জরুরি কোনো কেনাকাটা করতে এসেছেন। তার জন‍্যে ভালোই হলো। অফিস থেকে আগে আসার কারণটাও বলা যাবে, আবার পেনড্রাইভটাও দেয়া যাবে - মনে মনে ভাবলেন রহমান সাহেব।

আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন, হ‍্যাঁ, তার বসই।চোখে চশমা, মুখে মাস্ক,  মাথায় ক‍্যাপ। নীল রংয়ের টি-শার্ট আর কালো প‍্যান্ট পরিহিত মানুষটিই তার বস। সবসময় তিনি ক‍্যাজুয়াল ড্রেসেই থাকেন। হাঁটাচলার ভঙ্গিও তার বসের মতোই।যদিও মুখে মাস্ক আর ক‍্যাপ থাকায় মুখের দিকটা বোঝা যাচ্ছে না।কপালটা দেখে বোঝা যায়। সামনে এগিয়ে গিয়ে সালাম দিয়ে অফিস থেকে তাড়াতাড়ি আসার কারণ বলে পেনড্রাইভটা দিলেন।যদিও তার বস কিছুই বললেন না।সেটি ভেবে তিনি কিছুটা অবাক হলেন। উত্তরে কিছু না বলে তার বস বের হয়ে গেলেন। মার্কেটের বাইরে বের হয়ে তার বস বাইকে উঠে তাকে অবাক করে মাস্কটা খুলে ফেললেন।তারপর বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন। বসের মুখটা দেখে তিনি থ হয়ে দাড়িয়ে রইলেন!
                               ***
কিছুক্ষণ পর,
একজন বাইকার রাস্তার ধারে থেমে মুখ থেকে মাস্কটা খুলে একজনকে ফোন দিল। '' জি, বস, মিশন সাকসেসফুল। আধ ঘণ্টার মধ্যেই আপনার ওখানে আসছি!''

অলঙ্করণ: সৌখিন'স ওয়ার্ল্ড।
গল্প: মাস্কম্যান। গল্প: মাস্কম্যান। Reviewed by সম্পাদক on বুধবার, জুন ০৯, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.