-->

কবিতা: আমি বাংলা নববর্ষ।



কবিতা: আমি বাংলা নববর্ষ।

লেখা: জেবা সামিহা তমা।


আমি জেগে উঠি নতুন রঙে,

আমি আনন্দে মাতি নতুন সাজে। 

আমি প্রাচীন, আমার ইতিহাস সত্য।

তারপরেও কেনো আমি কঠিন প্রশ্নে বিদ্ধ?

রক্তবর্ণ চোখে আমি ক্রোধে করি চিৎকার,

টুঁটি চিপে ধরি প্রশ্নকর্তার, আর বলি

আমি জাতিসত্তার পরিচয়

আমি ঐতিহ্যের অন্য নাম। 


আমি সীমানা তোয়াক্কা না করে ছুটে বেড়াই,

আমি জাত-ধর্ম ভুলে মানুষে মিশে যাই।

আমি যখন আনন্দ-উদযাপনে মগ্ন,

তখন আমায় দেখে বিশ্ব হয় মুগ্ধ।

আমায় ঘিরে থাকে বিশ্বাস আর সংস্কৃতি,

আবার আমার মাঝেই থাকে প্রেম-প্রীতি।

আমি বেঁচে থাকি ভালোবাসায়, 

আমি বেঁচে থাকি উৎসবে।


আমি সিঁদুরে মাখা টকটকে লাল সিঁথি, 

আমি আলতার রঙে রাঙ্গা লজ্জাবতী।

আমি আদিম সংস্কৃতি, আমি কৃষকের দৃঢ়  বিশ্বাস।

আমার নাম ধরে ডাকলে 

পরিচয় পাওয়া যায় বাংলার পুরাণের। 

আমি বাংলা বছরের নতুন সূর্য,

আমি প্রাণের বাংলা নববর্ষ। 



কবিতা: আমি বাংলা নববর্ষ। কবিতা: আমি বাংলা নববর্ষ। Reviewed by সম্পাদক on বুধবার, এপ্রিল ১৪, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.