-->

কবিতা: ৮ই ফাল্গুন

 


কবিতা: ৮ই ফাল্গুন।

লেখা: জেবা সামিহা তমা।


কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলের দল

আবারও ঝড়ে পড়ুক রাস্তায়,

দাঁড়িয়ে থাকা উদ্বাস্তু ফিরে পাক প্রাণ।

রাস্তার আবর্জনারা মরে যাক,

৮ই ফাগুনের বজ্র চিৎকারে।

নয়তো বা কিছু রাঙা ফুলের সুবাসে,

বাতাসে ভাসা রাক্ষসদের হাসি হারিয়ে যাক।


কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলের দল 

আবারও ঝড়ে পড়ুক রাস্তায়,

আমার দুঃখিনী মায়ের হাসি হয়ে।

মায়ের হাত ভরে যাবে, 

৮ই ফাগুনের গর্ব করা গল্পে।

আমি রক্ত জমাট বাঁধা পায়ে,

আঁচলে রাঙা ফুল কুড়িয়ে বলবো,

আমার ভাইয়েরা বেঁচে আছে। 


কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলের দল 

আবারও ঝড়ে পড়ুক রাস্তায়।

আলো হয়ে ফুটে উঠুক,

আমার অন্ধ ভাইয়ের চোখে।

৮ই ফাগুনের মরে যাওয়া ফুলগুলো,

জীবিত হোক বাবার কাঁধের দায়ীত্বে। 

আমি বেঁচে থাকি শহীদ মিনারের সম্মানে।


কবিতা: ৮ই ফাল্গুন কবিতা: ৮ই ফাল্গুন Reviewed by সম্পাদক on রবিবার, ফেব্রুয়ারী ২১, ২০২১ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.