-->

ছড়া: শীতের রাতে



ছড়া: শীতের রাতে।

লেখা: শেখ একেএম জাকারিয়া।

শীতের রাতে গুড়ের পিঠা
খেতে লাগে জবর মিঠা
খেজুর গাছে হাঁড়ি,
চিতই পিঠা ভাঁপা পিঠা
শতরকম মজার পিঠা
বানায় বাড়ি বাড়ি।

পড়শি স্বজন একই সাথে
খাচ্ছে সবাই শীতের রাতে
পিঠার সাথে কারি,
আনন্দেতে সবাই মাতে
জমে ওঠে শীতের রাতে
যাত্রা-নাটক-জারি।
ছড়া: শীতের রাতে ছড়া: শীতের রাতে Reviewed by সম্পাদক on রবিবার, ডিসেম্বর ২৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.