-->

বিশেষ প্রতিবেদন: রংপুরে আসাদুজ্জামান সাগরের মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত।



বিশেষ প্রতিবেদন: 

"মুদ্রার হাত ধরে, ইতিহাস আসে ফিরে"। এই প্রতিপাদ্য নিয়ে রংপুর এ অনুষ্ঠিত হলো মুদ্রা সংগ্রাহক আসাদুজ্জামান সাগরের মুদ্রা প্রদর্শনী। আজ (শুক্রবার) রংপুর সদরের ১নং কেশবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পালিচড়া ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।
মুদ্রা সংগ্রাহক আসাদুজ্জামান সাগর বলেন,"প্রাচীনতম মুদ্রাগুলো আমাদের ইতিহাস কে জানাতে সাহায্য করে। তাই সবাইকে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন করেছি।"
আসাদুজ্জামানের সংগ্রহে বর্তমানে ১৫০ টিরও বেশি দেশের ৫ শতাধিক প্রাচীন ও নতুন নোট ও কয়েন রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাংক নোট, ডাকটিকেট ও বিভিন্ন সময়ের স্মারক নোটগুলোও তার সংগ্রহে রয়েছে। তার সংগ্রহে থাকা সবচেয়ে প্রাচীন মুদ্রাটি হলো খ্রীষ্টপূর্ব ৩৮২ অব্দের।
মুদ্রা সংগ্রহ শুরু হলো কিভাবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন,'একদিন পুরনো জিনিস পত্র ঘাটতে গিয়ে দাদুর সংগ্রহে থাকে প্রাচীন একটি মুদ্রা পাই, এর পর থেকেই মূলত মুদ্রা সংগ্রহ শুরু করি।'
সাগর বর্তমানে রংপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী। ভবিষ্যতে আরো বৃহত পরিসরে প্রদর্শনীর মাধ্যমে মানুষকে ইতিহাস সম্পর্কে জানাতে চান তিনি।
বিশেষ প্রতিবেদন: রংপুরে আসাদুজ্জামান সাগরের মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত। বিশেষ প্রতিবেদন: রংপুরে আসাদুজ্জামান সাগরের মুদ্রা প্রদর্শনী অনুষ্ঠিত। Reviewed by সম্পাদক on শুক্রবার, নভেম্বর ০৬, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.