কবিতা: চমকে উঠি।
লেখাঃ ইসরাত জাহান।
হঠাৎ আমি চমকে উঠি,
মায়ের কন্ঠ শুনে।
ছুটে বেড়াই এদিকে-ওদিকে,
কিন্তু পাইনাকো তাকে খুঁজে।
তাইতো আমি ছুটে বেড়াই,
খাল-বিলে আর জঙ্গলে।
উঠনের তুলসী তলায় প্রদীপ জ্বলে- নেভে,
বাবা আমায় ছেড়ে মা কোথায় গেছে চলে।
আমার ইচ্ছা করে মায়ের কোলে শুতে,
বাবা,মা আমার কাছে আসবে আবার কবে।
মাকে যে আমার ভীষণ ডাকতে ইচ্ছে করে,
মাগো,তোমায় মা বলে ডাকব আবার কবে।
কবিতা: চমকে উঠি।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০
Rating: