-->

ছড়া: জোনাক পোকা।


ছড়া: জোনাক পোকা ।

লেখা: মজনু মিয়া, (টাঙ্গাইল)।


জোনাক পোকা জোনাক পোকা
কোথায় আলো পাও, 
আমার ছুঁয়ে একটু আলো 
আমায় দিয়ে যাও। 

রাতের আঁধার জ্বলে আলো 
দেখতে লাগে ভালো, 
তোমায় ধরতে পেলে দেখি 
চকমকে সেই আলো। 

বাঁশ বাগানে ঝোঁপ ঝাড়ে পাই 
ঝলমলা সেই রূপ, 
কি যে ভালো লাগে আমার 
ছুঁ'তে মন চায় খুব! 
ছড়া: জোনাক পোকা। ছড়া: জোনাক পোকা। Reviewed by সম্পাদক on শুক্রবার, আগস্ট ০৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.