ছড়াঃ বর্ষাকাল
লেখাঃ মাহমুদ নাঈম
মায়ের ঋতু বর্ষা এলো
এলো কদম কেয়া নিয়ে,
খুকির মন ভরে গেলো
বর্ষাকালীন পুষ্প ঘ্রাণে।
খুকি হাটে বকুল তলায়
হঠাৎ যে এলো বৃষ্টি
বৃষ্টি মাথায় দৌড়ে পালায়
নূপুরধ্বনি গান যে হলো সৃষ্টি।
চারিদিকে ফুলের ঘ্রাণ
এই যে এলো ঋতু রাণী
গায় না গান কুহুতান
মূষলধারে অবতরণ বৃষ্টি।
খুকি ছুটে যাই খেয়া ঘাটে
বর্ষাপাতে নদী ভরা জল
আকাশে হতে বৃষ্টি আসে
খোকা পায়ে লই ফুটবল।
ছড়া: বর্ষাকাল।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জুলাই ০১, ২০২০
Rating: