কবিতা: প্রথম তোমায় হতেই হবে।
লেখা: মৃন্ময় দাস,(রংপুর)।
পথিক তুমি দাঁড়িয়ে কেন?
পথ তো আরও অনেক বাকি!
জলদি তোমায় চলতে হবে,
প্রথম তোমায় হতেই হবে।
প্রথম হওয়ার এই লড়াইয়ে
তুমি কেন পিছিয়ে যাবে?
টিচার-টিউটর,গাইড যত
কত টাকা লাগবে বল!
সবই পাবে সবই করবে,
তবু,প্রথম তোমায় হতেই হবে।
চার বছরের ফুলের কলি,
শিডিউল মেনে জব্বর কুলি!
কম্পিটিশনের এই দুনিয়ায়
পিছিয়ে থেকে চলবে কি?
সবাই যখন রেসের ঘোড়া,
তখন তুমি স্তব্ধ কেন?
পথিক তোমায় ছুটতে হবে,
প্রথম তোমায় হতেই হবে।
প্রথম হওয়ার এই দুনিযায়
মানুষ তুমি না হলেও,
অর্থ বিত্তে মান সম্মানে
প্রথম তোমায় হতেই হবে।
ছোট্ট থেকেই রেসের মাঠে
বাজিকরের বাজি তুমি।
ফেল করলেই আত্মহত্যা!
স্টার পেলেই স্বাধীন তুমি?
স্বাধীনতার ফাঁসে ঝুলে;
প্রথম তোমায় হতেই হবে।
সবাই পারে সবাই ছোটে,
তুমি কেন বাদ যাবে?
ছোট্ট থেকেই রুটিন মেনে
বদ্ধ খাঁচাতেই থাকতে হবে।
সকাল ছটায় পড়তে বসা,
সাতটায় খেয়ে স্কুলে ছোটা,
তারপরেতে ড্রয়িং টিউটর,
একটুখানি খেলাধুলা।
এভাবেই পথিক তোমায়,
প্রথম কিন্তু হতেই হবে।
কবিতা: প্রথম তোমায় হতেই হবে।
Reviewed by সম্পাদক
on
সোমবার, জুন ১৫, ২০২০
Rating:
