-->

ছড়া: মা।


ছড়া: মা।
লেখা: সাজ্জাদুল ইসলাম রাকিব (নোয়াখালী)।

মা-ই আপন মা-ই সেরা
মা-ই আমার সব
আদর-সোহাগ ভালোবাস
মা-ই উৎসব।

মায়ের কোন নেই তুলনা
নেই সম কেউ তার
মা ছাড়া আর কেউ নেবে না
লালন পালন ভার।

বিপদ দেখে তোমায় ছেড়ে
সবাই গেলেও ভেগে
দিন ফুরাবে রাত ফুরাবে
শিয়রে মা জেগে!

শান্তি সুখের স্বর্গ আমার
আজো মায়ের কোল
ঘুম পাড়ানির গল্পে প্রথম
শেখায় যিনি বোল।  

ছড়া: মা।   ছড়া: মা। Reviewed by সম্পাদক on শনিবার, জুন ২৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.