-->

সাবমেরিনেও যুক্ত হলো রোবট!


সানজিদা আক্তার,(রংপুর):

মানবকল্যাণ কে উদ্দেশ্য করেই তৈরী হয়েছে রোবট। অবিকল মানুষের মত দেখতে এই রোবটগুলোকে বানানো হয় বিভিন্ন ধরণের বিশেষ কাজে দক্ষ। কোনটি পারে রান্না, কোনটি বা সেলাই, কোনটি দক্ষ ঘরের কাজে, কোনটি চালাতে পারে গাড়ি আবার কোনটি শুধু বিনোদনের জন্য। শিল্প কারখানায়, মহাকাশে, ব্যবসায়িক কাজে কিংবা চিকিৎসা সেবায় ও নিয়োজিত থাকতে পারে রোবট। শুধু তাই নয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে কিংবা সামরিক বাহিনীতেও রোবট ব্যবহৃত হয়।

মানুষের কল্যাণ চিন্তা করেই রোবটকে সামরিক রক্ষার কাজে ব্যবহার করার জন্য রোবটিক সাবমেরিন নিয়ে এলো যুক্তরাষ্ট্র। দেশটির সাবমেরিন প্রযুক্তি কে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সাবমেরিন এর সাথে সংযুক্ত করার কাজটি শুরু করলো যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুত কোম্পানি 'বোয়িং'।

যেভাবে কাজ করবে রোবটিক সাবমেরিনঃ
এটি পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। যার ফলে সাবমেরিন নিজেই শত্রু শনাক্ত করতে পারবে এবং টহল অভিযান থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধক্ষেত্রের সকল ভূমিকা পালন করবে। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে সেন্সর ও গাণিতিক পরিভাষা। যা সাবমেরিন কে শত্রু বা বন্ধু চিনতে এবং হামলা করার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্যমতে এটি সমুদ্রতলের স্বশাসিত যুদ্ধাস্ত্র ব্যাবস্থা। তারা এই সাবমেরিনের নাম দিয়েছেন 'ক্লজ' যার বাংলা অর্থ  'থাবা'।

সাবমেরিনেও যুক্ত হলো রোবট! সাবমেরিনেও যুক্ত হলো রোবট! Reviewed by সম্পাদক on শনিবার, জুন ২০, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.