-->

গল্প: বন্ধু।


গল্প: বন্ধু।
লেখা: রুবাইয়া রায়হান,(চাঁপাইনবাবগঞ্জ)।

ণিমা ও ফারু খুব ভালাে বন্ধু!অণিমা ফারিয়াকে আদর করে ফারু বলে ডাকে!৫ম শ্রেণীতে আলাপ তাদের তবে তখন বন্ধুত্ব থেকে শত্রুতা বেশি ছিল দুজনের মাঝে পড়াশোনা নিয়ে। ৫ম শ্রেণীর পড়া শেষ হওয়ার পর আর তাদের দেখা হয় না। কিন্তু অণিমা না খুঁজলেও ফারু ঠিক অণিমাকে খুঁজতো। প্রায় বছর তিনেক পর তাদের রাস্তায় দেখা হয় দেখে ফারু অণিমাকে চিনতে না পারলেও অনিমা ফারুকে ঠিকই চিনেছি! 
পরবর্তীতে ফারুকে অণিমাকে চিনতে পারে। তিন বছর পর আবার নতুন করে শুরু হয় তাদের বন্ধুত্ব । বছর দুই পর ফারু পড়াশোনার তাগিদে শহরে চলে যায় অণিমারও পড়াশোনার জন্য শহরে যাওয়া কথা ছিল, কিন্তু সে পরিবারের কারণে যেতে পারি নি। ফারু সাপ্তাহিক ছুটিতে পরিবার ও প্রিয় বন্ধু অণিমার সাথে সময় কাটানোর জন্য গ্রামে ফিরে আসতো! ফারু যখন বিকেলের ট্রেনে বাড়ি ফিরে আসে, তখন অণিমা তার জন্য স্টেশনে গিয়ে অপেক্ষা করতো। যখনই অণিমা জানতে পারতো যে তার প্রিয় বন্ধু ফারু আসছে তখনই সে ছুটে যেতো স্টেশনে।
একবার ফারু ১৫ দিন বাড়ি ফিরে আসেনি এই দিকে অনিমার তো ভীষণ মন খারাপ ফারুর প্রতি। ১৫ দিন পর যখন অণিমা জানতে পারে ফারু বাড়ি ফিরে আসছে, তখন সে তাড়াতাড়ি করে স্টেশনে যাওয়ার জন্য ছুটে যায়। অণিমার বাড়ি থেকে স্টেশন ছিল ১০ মিনিটের পথ। তবুও অনিমা বন্ধুর আসার কথা শুনে ট্রেন আসার ৩০ মিনিট আগেই বাড়ি থেকে বের হয়ে যায়। অনিমা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তার জীবনে ঘটে নিয়তির নির্মম পরিহাস। অণিমা বাড়ি থেকে বেড়িয়ে রাস্তা পার হওয়ার সময় রাস্তার দক্ষিণ পাশ থেকে একটি মোটরবাইক এসে তাকে ধাক্কা দেয়।  অনিমা হুমড়ি খেয়ে রাস্তায় পরে যায়। সাথে সাথেই আশেপাশের লােকজন অণিমার বাবাকে খবর দেয়। বাবা এসে দেখে তার মেয়ের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে।
তারপর বাবা তাকে হাসপাতাল নিয়ে যায়।এদিকে ফারু ট্রেন থেকে নেমে দেখে তার জন্য আজ অণিমা অপেক্ষা করে স্টেশনে বসে নেই!সে মন খারাপ করে বাড়ি ফিরে যায় আর অপেক্ষা করতে থাকে প্রিয় বন্ধু অণিমার ফোনের।
কিন্তু হায়!অনিমা তো মৃত্যু শয্যায় হাসপাতালে যাওয়ার কয়েক মিনিটের ভেতর অনিমা মারা যায়।অনিমাকে বাড়ি ফিরিয়ে আনে বাবা।অপরদিকে ফারু অণিমার খোঁজ না পেয়ে পরের দিনসকালে অনিমার বাড়ি চলে যায়!গিয়ে শুনে প্রিয় বন্ধু অণিমা আর নেই!
কাঁদতে কাঁদতে ফারু বলে,"কোথায় হারিয়ে গেল অণিমা?কোথায় হারিয়ে গেল আমার প্রিয় বন্ধু"!
গল্প: বন্ধু। গল্প: বন্ধু। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, মে ১৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.