-->

কবিতা: ফিরে আয় বোন।



কবিতা: ফিরে আয় বোন।
লেখা: মোঃ মিরাজ হোসেন চৌধুরী

ফিরে আয় বোন,ফিরে  আয়
আরেকটি বার আমাদের মাঝে ফিরে আয়,
কেমন করে পারলি তুই আমাদের ছেড়ে যেতে
দেখতে যে তোকে মন চায়!

কিন্তু দেখি কেমন করে?
তুই যে আমাদের থেকে অনেক দূরে!
কবে যে আসবি আবার ফিরে,
এই মাতৃস্নেহের তীরে?

দেখতে আবার পাবো তোকে,
এই দুচোখ ভরে।
মনে পরে তোর কথা
এই হৃদয় গভীরে।

কেমনে করে ভুলে যাই তোকে?চিরতরে!
কত যে স্মৃতি,কত যে মূহুর্ত
তোর সাথে কাটানো সেই শৈশব, 
নাড়া দেয় আজকাল।


কেমন করে গেলি তুই?
আমাদের থেকে দূরে!
মনে পড়ে কী আমাদের কথা,
তোর বুকের বা পাশে।

আমিতো ভুলিনি তোর কথা
রাখি যে অন্তরে,
কেমন করে ভুলি বল?
বড্ড মনে পড়ে তোকে!

সবার চেয়ে সেরা যে তুই
আলাদা একটি সত্তা
ভালোবাসবো তোকে অনন্তকাল
যতদিন রবে এই বসুন্ধরা।

কবিতা: ফিরে আয় বোন।  কবিতা: ফিরে আয় বোন। Reviewed by সম্পাদক on রবিবার, মে ১৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.