-->

কবিতা:আমি কোভিড-১৯ বলছি।


কবিতা:আমি কোভিড-১৯ বলছি।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)।

শুনতে পারছো?
আমি কোভিড-১৯ বলছি,

আমি হলাম বাস্তবতার প্রতিচ্ছবি!
তোমাদের অবসাদে আজ রিক্ত শূন্য,
আমি মানবতাহীন এক প্রতিচ্ছবি।

আমি হঠাৎ ভেসে ওঠা,
লাশ এর হাহা কার!
প্রিয়জনের মৃত্যু মিছিল ও
আজ শূন্য,সবই আমারি জন্য!

আমি চুরমার হৃদয় এ,
ধূলিসাৎ হওয়া আর্তনাদ
আমি কোনো রক্ত গঙ্গা নই,
তবে নিস্তব্ধ মৃত্যু হাতিয়ার।

আমি আলোর ঝলকে হারিয়ে যাওয়া,
অন্ধকার কর্মকারের অভিশাপ!
 তোমাদের ধ্বংসে,আমার যে আনন্দ!
আমার পরিতৃপ্তি তোমাদের সর্বনাশে!

আমি তো,
মানবতাহীন জীবনের প্রতিচ্ছবি।
আমি তো চলে যেতেই পারি,
তবে কেনো যাবো?

আমি তো এসেছি,
বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরতে
অন্ধকারে আলোর পথ দেখিয়ে দিতে।

কবিতা:আমি কোভিড-১৯ বলছি। কবিতা:আমি কোভিড-১৯ বলছি। Reviewed by সম্পাদক on শনিবার, মে ০৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.