-->

গল্প: ইভানের করোনা জয়।


গল্প: ইভানের করোনা জয়।
লেখা: মোঃ মিরাজ হোসেন চৌধুরী

ভান,সবে মাত্র এস.এস.সি পরীক্ষা দিয়েছে।সারাবছর  পড়ার  বোরিং সময়টা পার করে আসার আনন্দটা আর চায় কে।সে এখর স্বাধীন পাখি।তাকে এখন আর পড়ার জন্য ডাক দেওয়ার কেউই নেয়। দিনের বেশিরভাগ সময়ই গভীর ঘুমে কাটে তার।আর বাকিটা সময় মোবাইলে ফেইসবুকিং ও গেমস খেলেই কাটিয়ে দেয়।তবে তার মধ্যে বই পড়ার পড়ার আলাদা একটি প্রবণতা রয়েছে।কিছুটা সময় নিজের জন্য রাখে বই পড়ার জন্য।চারপাশের ব্যাস্তময়  সেই পরিবেশটা হুট করে পাল্টে যাওয়ায় তার মনের ভিতর ঠুক করে শব্দ করে ওঠে।কেন জানি এক অজানা আশংকা ঘিরে ধরে তার মনটাকে।এমনটাটো হওয়ার কথা ছিলনা।এক করোনাভাইরাসই থমকে দিয়েছে পুরো বিশ্বকে।তার কতো স্বপ্ন ছিল পরীক্ষার পর নিয়ম করে সব আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে।কিন্তু,তা আর হয়ে উঠলো না।

কয়দিন ধরেই তার শরীর তা ভালো যাচ্ছে নাহ। কিছুদিন আগেই ইতালি ফেরত এক আত্মীয়ের সাথেই দেখা করতে যাই সে।তারপর থেকেই সে একটু অসুস্থ বোধ করছিল।শরীরে জ্বরের প্রভাব ও সর্দি ও কাশি রয়েছে।এখনতো শরীরে অনেক ক্লান্তিবোধ করছে।তার মা-বাবার চিন্তার কমতি নেই তার এই অবস্থার কারণে।অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নেয়,ইভানকে করোনা টেস্ট করাবে।তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর থেকে লোক আসে।
এখন তাদের অপেক্ষা কী আসে টেস্ট এ।দুইদিন পরেই পরিবারের কাছে ইভানের টেস্ট রিপোর্টের ফলাফল আসে।ইভানের মা কাগজটা খুলতেই দেখে সেখানে লেখা-" POSITIVE "।সবার মধ্যে যেন এক অচেনা আতংক নেমে এল।সবাই বাকরুদ্ধ হয়ে গেল।যাই হোক সত্যতা তোহ মেনে নিতে হবে।ইভানকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ও তিনজন লোক আসল।তাদের সাথে ইভান সবাইকে ছেড়ে পাড়ি দিল এক হাসপাতালের উদ্দেশ্য। এদিকে ইভানের মা সারাদিন আল্লাহর কাছে চাই,তার ছেলেটি যেন সুস্থ হয়ে উঠে।ইভান হাসপাতালে এলো ৫দিন হলো।এই পাঁচটা দিন হলো ইভানের কাছে পাঁচ বছরের মতো।তাকে রাখা হয়েছে সম্পূর্ণ আলাদা একটি রুমে।দিনে নার্সরা তিনবার নিয়ম করে এসে তার খোঁজ নিয়ে যাই।তবে ইভান ও কিন্তু থেমে নেই।সেও তার সাধ্যমতো চেষ্টা করছে নিজেকে সর্বদা সুরক্ষিত রাখার।যাতে সে তারাতারি সুস্থ হয়ে ওঠে।তার বিশ্বাস সে একদিন সুস্থ জগতে ফিরে যাবে।
প্রত্যেকদিন নিয়ম করে সকল স্বাস্থবিধি কঠোরভাবে মেনে চলে সে।ঠিক ১৪ দিন পর সে কিছুতা সুস্থবোধ করায় তার আবার নমুনা পরীক্ষা করা হয়।ইভানের একটিই চাওয়া আল্লাহর কাছে,সে যেন আবার একটি সুস্থ ও সুন্দর পৃথিবীর বাতাস গ্রহণ করতে পারে।আজকে ইভানের দিত্বীয় রির্পোটের ফলাফল দিবে।কিছুক্ষণ পরেই একজন ডাক্তার আসলো তার রুমে।তার হাতে রয়েছে একটি কাগজ।কাগজে কী লেখা আছে ইভান তা ঠিকভাবে দেখতে পাচ্ছে না। দেখার চেষ্টাও সে করলোনা।সে তখন শুধুই আল্লাহকে ডাকছে। হঠাৎ ডাক্তার  বলে উঠল--" CONGRATULATION!YOU ARE NOW SAFE FROM COVID-19"। ইভানের আর আনন্দের বাকি রইলোনা। সে আবার এই ছোট্ট পৃথিবীতে বিচরণ করবে।এ যেন এক নতুন দিগন্তের সূচনা।


গল্প: ইভানের করোনা জয়।  গল্প: ইভানের করোনা জয়। Reviewed by সম্পাদক on শনিবার, মে ১৬, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.