-->

বুক রিভিউ: মেঘপরীদের রাজ্যে; আসাদ জোবায়ের।


  
বইয়ের নাম:মেঘপরীদের রাজ্যে। 
লেখক:আসাদ জোবায়ের। 
T:S80DIDII 
পৃষ্ঠা:৫০। 
শিশুদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে বই একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।কিন্তু বর্তমানে বই ফেলে চলে এসেছে স্মার্টফোন। যা শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে বিভিন্ন গেমস অনৈতিক কাজে আসক্ত করে ফেলছে।

"মেঘপরীদের রাজ্যে" পড়ে মনে হলাে শিশুদের জন্য আনন্দের ও শিক্ষণীয় একটি বই।তাই বইটির রিভিউ লিখতে বসা। বইটি যেহেতু ১০ টি ছোট গল্পের মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরা হয়েছে তাই কিছু গল্পের বর্ণনা ছােট করে তুলে ধরার চেষ্টা করলাম। 

ভয়ঙ্কর ডায়েরি:
আপনি কারো কাছ থেকে খারাপ ব্যবহারে, কষ্ট পেয়ে তার প্রতিশোধ নেওয়ার চিন্তায় যখন মগ্ন ঠিক তখনি তার বিপদ দেখে সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার মতো বন্ধুত্বের পরিচয় ফুটিয়ে তুলেছেন। গল্প থেকে পাওয়া মেসেজ:বিপদে কারো পাশে দাঁড়ানোই যেন হয়। ব্রত।হোক সে বন্ধু আর শত্রু। 

ভাল্লাগে না:
আমাদের অবেচেতন মন বলে একটা বিষয় আছে।তাকে আমরা যেভাবে গড়ে তুলবে বাস্তব জীবনে তারই প্রতিফলন ঘটবে। তাই আমরা যদি তাকে বুঝাতে পারি আমার সবই ভালো লাগে তাহলে। আমার সব কাজই হয়ে উঠবে ভালােলাগার ও আনন্দের। 
শিক্ষনীয় বিষয়: আপনার দৃষ্টিভঙ্গি ও মন ই নির্ধারণ করে আপনার বিষয়টা ভালাে নাহ মন্দ লাগবে।

ব্যাকবেঞ্চার নয়ন:
আমি সব কাজে ভালাে হবাে এমন প্রত্যাশাই যেন ভুল।এই গল্পে নয়নের মাঝে তা ফুটিয়ে তোলা হয়েছে।সে খারাপ স্টুডেন্ট হওয়ায় স্কুল থেকে বের করে দেয়া হয়।তাই বলে সে হারিয়ে যায় নি।একজন। মাঝির কাছ থেকে গান শিখে সবার মন জয় করে আবার স্কুলে পড়ার। সুযোগ করে দিয়েছে। 
শিক্ষনীয় বিষয়:সবাই একই কাজে বস হবে এটা না ভেবে কে কোন কাজে বসে সেটা খুঁজে বের করা উত্তম।আর কারো কাছ থেকে। অবহেলা পেয়ে হারিয়ে না গিয়ে তোমার প্রতিভা দিয়ে সবার মন জয় করে। 

মোজাম্মেল এখন ভালো ছাত্র:
আমরা সবসময় কেন সে ভালাে। সেটা খোঁজার চেষ্টা করি।কিন্তু কেনাে সে পারছে নাহ সেটা ভেবে দেখি নাহ।লেখক সেই জিনিসটাই এই গল্পে খুঁজে বের করেছেন।আর খুঁজে বের করে তার সমস্যা সমাধান করতে পেরেছেন। 
শিক্ষনীয় বিষয়:কেউ খারাপ বলে তাকে ফেলে না দিয়ে কেন খারাপ হলাে সেগুলাে বিশ্লেষণ করে ভালোর দিকে নিয়ে আসা হোক কাম্য।

বইটি শিশু-কিশোরদের জন্য লেখা হলেও যে কোন বয়সের মানুষেরা একটা আনন্দের সাথে বইটি পড়ে শেষ করতে পারবেন বলে আশা করছি।

রিভিউ লিখেছেন-  মো: পলাশ মিয়া,(ঢাকা)।


বুক রিভিউ: মেঘপরীদের রাজ্যে; আসাদ জোবায়ের। বুক রিভিউ: মেঘপরীদের রাজ্যে; আসাদ জোবায়ের। Reviewed by সম্পাদক on শুক্রবার, মে ১৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.