-->

ছড়া: একাত্তরের মুজিবনগর।


ছড়া: একাত্তরের মুজিবনগর।
লেখা: চিত্তরঞ্জন সাহা চিতু।

রক্তে গড়া মুজিবনগর 
একাত্তরের স্মৃতি 
এই বাঙালির জড়িয়ে আছে 
ভক্তি হাজার প্রীতি।

মন্ত্রীরা সব শপথ নিলাে 
এই খানে সব এসে, 
মুক্তিসেনা যুদ্ধ করে 
যেন বীরের বেশে।

আগে ছিল আম্রকানন
আম গাছে সব ভরা,
একাত্তরের যুদ্ধ এসে 
রক্তে হলাে গড়া।

সেদিন থেকে মুজিবনগর 
নামটা হলাে লেখা, 
প্রানের টানে সবাই ছােটে 
এইখানে হয় দেখা।

এপ্রিলের ঐ ঠিক সতেরাে 
দিনটা যখন আসে, 
হাজার লােকের ভীরের মাঝে
এই বাঙালি ভাসে৷
ছড়া: একাত্তরের মুজিবনগর। ছড়া: একাত্তরের মুজিবনগর। Reviewed by সম্পাদক on শুক্রবার, মে ০৮, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.