কবিতা: সুগন্ধি ফুল।
লেখা: শেখ একেএম জাকারিয়া,(সুনামগঞ্জ)।
বাংলাভাষার রবীন্দ্রনাথ
সবার প্রিয় কবি,
জগতজুড়ে সকল মানুষ
আঁকে তাঁরই ছবি।
জোড়াসাঁকো জন্ম কবির
সব হৃদয়ে তিনি,
তাঁর কবিতা-গল্প-গানে
বিশ্ববাসী ঋণী।
মুখে আছে শুভ্র দাড়ি
মাথায় লম্বা চুল,
সকল সময় খুশবু ছড়ায়
সুগন্ধি এক ফুল।