ছড়া: রোজা।
লেখা: শেখ একেএম জাকারিয়া।
বছর ঘুরে এলো রোজা
এলো নতুন আশা
রাখব রোজা রইব উপোস
বুঝব দুখীর ভাষা।
বুঝব সবাই আহার ছাড়া
ক্ষুধায় কেমন কষ্ট
হেসে হেসে বলব না আর
গরিব মানুষ ভ্রষ্ট।
অন্ন দেবো সবাই আজই
অভুক্তদের মুখে
হাসব না যে কোনোদিনও
এদের কারো দুখে।
রোজার এমাস সাধনার মাস
সবচেয়ে ভাই খাঁটি
এমাস হতেই সঙ্গী যে হোক
জায়নামাজের পাটি।
পড়ব নামাজ রাখব রোজা
করব না কেউ পাপ
দু’হাত তুলে চাইব সদা
খোদার কাছে মাফ।
পাপকে দিলাম তাই যে ছুটি
আজকে রোজার দিন
সহজ পথে চলব মোরা
বাজবে সুখের বীণ।
রোজা হলো ত্যাগের রাহা
বেহেস্তেরই ঘর
রোজা শেখায় ধনী গরিব
নয় তো কেহ পর।
আছি যারা রাখব রোজা
মোমিন মুসলমান
তবেই পাব আলোর দিশা
এটাই যে ফরমান।
তাই তো মোরা খোদার কাছে
করব মোনাজাত
ভালো যেন রাখেন তিনি
পাই যেন নাজাত।
এসো সবাই শপথ করি
হাতে হাতটি রেখে
নিজের দুঃখ ভুলি যেন
পরের দুঃখ দেখে।
রোজায় হোক সবার ভেতর
মনপাকেরই চুক্তি
গরিব দুখী সবাই যে পাক
ক্ষুধা থেকে মুক্তি।
ছড়া: রোজা।
Reviewed by সম্পাদক
on
রবিবার, মে ০৩, ২০২০
Rating:
