-->

ছড়া: ফুল পাখিদের দেশ ।


ছড়া: ফুল পাখিদের দেশ ।
লেখা: মজনু মিয়া । 

ফুল পাখিদের দেশ  আমাদের 
সোনার বাংলা দেশ,
অপরূপের লীলাভূমি 
রূপের নাইকো শেষ। 

ষড়ঋতুর বাংলাদেশে 
নানান মৌসুম হয়, 
বসন্তে হয় ফুলের বাহার 
বর্ষাতে জলময়। 

হেমন্তে খেতে পাকা ধান 
গ্রীষ্মে পাকা ফল,
শীতে হয় যে যবুথবু 
 শরতে মকমল।

নানান রকম পাখির মেলা 
বসে বারো মাস,
বল জঙ্গল আর বিলে ঝিলে 
হয় তাদের সব বাস।
ছড়া: ফুল পাখিদের দেশ । ছড়া: ফুল পাখিদের দেশ । Reviewed by সম্পাদক on বুধবার, মে ১৩, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.