-->

নুসরাতের সাথে এনএনও আড্ডা।


নিউজ ডেস্ক:
কোয়ারেন্টাইনের দিনগুলোকে কিছুটা আনন্দদায়ক ও শিক্ষণীয় করতেই যাত্রা শুরু হয় এনএনও আড্ডা নামে নিউজপেপার অলিম্পিয়াড এর নতুন আয়োজনের যার হোস্ট নুসরাত সায়েম।
নুসরাতের সাথে প্রতিদিন আড্ডায় যোগ দেন দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিগণ।সম্প্রতি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও একমাত্র বাংলাদেশী পরিচালক জাহিদ সবুর যোগ দেন নুসরাতের সাথে এনএনও আড্ডায়!এছাড়াও এসেছিলেন বিখ্যাত লেখক কিংকর আহসান, কার্টুনিস্ট অন্তিক মাহমুদ, জাভেদ পারভেজ, ইকবাল বাহারসহ আরও অনেকে।
অন্যরকম এক অভিজ্ঞতা হয় সবার। দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত ব্যাক্তিরা এই শো তে যোগ দিচ্ছেন। সাংবাদিকতা সহ হাতেখড়ি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ড্রয়িং, লেখেলেখিসহ অনেক বিষয়ে।

হোস্ট নুসরাত বলেন,অন্যরকম এক অভিজ্ঞতা হচ্ছে তার।কোয়ারেন্টাইনের দিনগুলোতে এরকম আড্ডা সত্যি সবার সময় কাটাতে সাহায্য করবে।

আড্ডায় যোগ দিতে চোখ রাখতে পারেন নিউজপেপার অলিম্পিয়াড এর অফিশিয়াল ফেইসবুক পেইজে-
www.Facebook.com/NNOBD.Official
নুসরাতের সাথে এনএনও আড্ডা। নুসরাতের সাথে এনএনও আড্ডা। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.