কবিত: ফিরে পেতে চাই।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)
সবুজ-শ্যামল আমাদের ছেড়ে,
চলে যাচ্ছে দূর অজানার তরে।
দাড়িয়ে থাকা ইট,পাথরের বাড়ি
আর কারখানা গুলো যেনো,
বুকের ভেতরের অর্ন্তদহন মধ্যরাতে।
সবুজ মাঠের প্রান্তরে সবুজ রং এর আঁধার,
ছিলো যে বেশ ভালো সকলের মাঝে।
এখন তো আর সেই সবুজ দিগন্ত সবুজ নেই,,,
আছে শুধু তিক্ত বিষাদ হৃদয় আর দিগন্ত জুরে!
শৈশবের দিন গুলো ছিলো মুক্ত-স্বাধীন,
ভালোবাসা আর মুক্ত প্রাঙ্গনে রঙিন।
এখনতো আর এসব কিছু নেই,
সকলের মাঝে!
এখন শৈশব কাটে ফোনের ছলে,
নয়তো চারদেয়ালের বেড়া জালে।
মুক্তি চাই এ বেড়া জাল থেকে
আবার ফিরে পেতে চাই মুক্ত দিন গুলো,
সবুজ-শ্যামল এর প্রান্তরে,
নীল দিগন্ত এর অভিসারে!
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)
সবুজ-শ্যামল আমাদের ছেড়ে,
চলে যাচ্ছে দূর অজানার তরে।
দাড়িয়ে থাকা ইট,পাথরের বাড়ি
আর কারখানা গুলো যেনো,
বুকের ভেতরের অর্ন্তদহন মধ্যরাতে।
সবুজ মাঠের প্রান্তরে সবুজ রং এর আঁধার,
ছিলো যে বেশ ভালো সকলের মাঝে।
এখন তো আর সেই সবুজ দিগন্ত সবুজ নেই,,,
আছে শুধু তিক্ত বিষাদ হৃদয় আর দিগন্ত জুরে!
শৈশবের দিন গুলো ছিলো মুক্ত-স্বাধীন,
ভালোবাসা আর মুক্ত প্রাঙ্গনে রঙিন।
এখনতো আর এসব কিছু নেই,
সকলের মাঝে!
এখন শৈশব কাটে ফোনের ছলে,
নয়তো চারদেয়ালের বেড়া জালে।
মুক্তি চাই এ বেড়া জাল থেকে
আবার ফিরে পেতে চাই মুক্ত দিন গুলো,
সবুজ-শ্যামল এর প্রান্তরে,
নীল দিগন্ত এর অভিসারে!
কবিত: ফিরে পেতে চাই।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০
Rating: