-->

প্রিয় নানুভাই!

মায়মুনা আক্তার,(কুমিল্লা):

প্রিয় নানুভাই,
জানো নানুভাই আজ আমি অনেক বড় হয়ে গেছি। আমি আর তোমার সেই ছোট্ট নাতনিটি নই।

জানো নানুভাই আজ সে অনেক কিছু জানতে পেরেছে,বুঝতে পেরেছে,শিখতে পেরেছে।অনেক কিছু  উপলব্ধি করতে করতে পেরেছে।কিন্ত আজ তোমার সেই ছোট্ট আদরের নাতনিটি তোমাকে কিছুই বলতে  পারছে না। আজ তোমার কাছে মন উজার করে তার বুঝতে পারা,জানতে পারা,শিখতে পারা কোনো কিছুই তোমাকে বলতে পারছে না।সে যে মনের গহিন কোণে কতশত কথা তোমাকে বলার জন্য হাহাকার করছে। কিন্ত আজ সে তোমাকে কিছুই বলতে পারছে না। সে নিশ্চুপ মনে সব কথা গেঁথে রাখছে।

জানো নানুভাই আজ ছোট্ট বেলার কথা খুব মনে পড়ছে।  তুমি যখন মাকে বলতে তোর মেয়ে একদিন অনেক বড় হবে, তখন মায়ের মনে এতোটা শান্তুি প্রবাহিত হতো তা আজ আমি বুঝতে পারছি।
নানুভাই তুমি জানো তুমি যখন আমার জন্য দাদুর বাড়িতে মসজিদ থেকে জিলাপি আর গজা নিয়ে দৌড়ে চলে আসতে তোমার সেই ছোট্ট নাতনির কাছে তখন আমি কতো যে খুশি হতাম। জানো নানুভাই তোমার নাতনি এখন জিলাপি পাগলি হয়ে গেছে।জিলাপি যে তার কত্ত প্রিয়। 

নানুভাই জানো তুমি যখন আমার ছোটবেলার পরীক্ষায় ভালো রেজাল্ট দেখে মাকে বলতে তোর মেয়েকে অনেক বড় হতে হবে, পড়াশুনা শেষ করাতে হবে তখন মা মনে মনে অনেক খুশি হতো। মায়ের মুখ থেকে একদিন শুনেছিলাম আমি নাকি ছোটবেলায় তোমাকে ওয়াদা করেছিলাম যে আমি আমার পড়াশুনা শেষ করবো, মায়ের সব দুঃখ আমি হাসিতে পরিণত করবো।
জানো নানুভাই মা যেদিন কথাগুলো আমাকে বলছিলো মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে আসছিলো। আমি নিস্তব্ধ হয়ে শুধু সব শুনছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো মায়ের মুখে হাসি ফুটাতে, তোমাকে দেওয়া কথা রাখতে।

জানো নানুভাই আজ চারপাশটা খুব বদলে গেছে।আপন মানুষগুলোকে কেন জানি খুব অপরিচিত মনে হচ্ছে, নিজেকে খুব একা মনে হচ্ছে।সবাই কেমন যেন বদলে গেছে।খুব অচেনা মনে হয়।

জানো নানুভাই মাঝে মাঝে তোমাকে নিয়ে যখন বান্ধবি,পাড়াপ্রতিবেশিদের সাথে কথা বলি তখন খুব গর্ব হয়।কেন জানো কারণ তুমি একজন মুক্তিযোদ্ধা ছিলে।
মা প্রায় বলে তোমার খুব ভালো গুনগুলোর মধ্য অন্যতম সেরা গুন হচ্ছে তোমার সহানুভূতি আর দয়ালু মনোভাব।আর আজ আমি সেই গুনগুলোকে নিজের মধ্যে ধারণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জানি না পারবো কিনা তবে চেষ্টা চালিয়ে যাবো।

তুমি চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছো কিন্তু তোমার অর্জন আজো রয়ে গেছে।

আজ আর নয়। তোমাকে বলা আরও অনেক কথা বাকি আছে।
ইতি তোমার
আদরের বড় নাতনি।
প্রিয় নানুভাই! প্রিয় নানুভাই! Reviewed by সম্পাদক on শনিবার, এপ্রিল ২৫, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.