ছড়া: কী রোগ এলো
লেখা: শেখ একেএম জাকারিয়া
কী রোগ এলো সারাবিশ্বে
ঘরের ভেতর বন্দী রই,
এমন দুখের বার্তাটি আজ
কার কাছেতে খুলে কই?
সবাই আছে আতংকে রে
কখন এ রোগ কার যে হয়?
কারও মাঝে নেইরে শান্তি
মনের মাঝে শুধুই ভয়।
শুষ্ক কাশি গলা ব্যাথা
দেখা দেয়রে রোগ হলে,
শ্বাসকষ্ট-জ্বর-সর্দিও হয়
রোগের লক্ষণ-যাই বলে।
সংক্রিমত লোকের সাথে
থাকা খাওয়া চলবে না,
মুখোমুখি রোগীর সাথে
কথা যে কেউ বলবে না।
এসব নিয়ম মেনে চলো
করো না কেউ তর্করে
নইলে সবাই হারিয়ে যাবো
নিভবে জীবন অর্করে।