জেবা সামিহা তমা,(রংপুর):
বিচিত্র পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে বিস্ময়কর ঘটনা। তবে শুধুমাত্র বিজ্ঞানের আবিস্কার যে আমাদের অবাক করছে তা কিন্তু নয় প্রকৃতিও মাঝেমধ্যে আমাদের বিস্মিত করে দেয়।
একবিংশ শতাব্দীর জনপ্রিয় খেলা ক্রিকেট। ২২ গজের এই খেলার জন্যে প্রত্যেক ক্রিকেট খেলোয়াড়কে করতে হয় কঠোর পরিশ্রম এবং নিয়মিত সঠিক অনুশীলন। কিন্তু কেমন হয় যদি সৃষ্টিকর্তা একজন দক্ষ ক্রিকেট খেলোয়াড়ের গুনাবলি মানুষের জন্ম থেকেই দিয়ে দেয়। এটা সত্যি আমাদের আশ্চর্য করে।
ভারতের কোলকাতার বেহালায় দেখা মিললো এমন শিশুর যার নাম শেখ শাহিদ। এর আগে ভারত ও বাংলাদেশে অল্প বয়সে অনেক শিশুকে ক্রিকেট খেলায় অসাধারণ পারদর্শীতা করতে দেখা গেছে। তবে শেখ শাহিদ তাদের সবার থেকে বয়সে ছোট। শাহিদের বর্তমান বয়স ৩ বছর ১০ মাস হলেও শেখ শাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ৩ বছর ৬ মাস বয়সে।
শাহিদের যখন আড়াই বছর বয়স তখন টিভিতে ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ দেখে বাবা শেখ সামসের শাহিদকে জিজ্ঞেস করে - " তুমি কি এভাবে মারতে পারবে? " শাহিদের সেসময় কথা বলায় দক্ষতা না থাকলেও আধো বোলের মাধ্যমে সে তার বাবাকে বলে - " হ্যাঁ পারবো। চলো আমরাও খেলি। " বাবা বল করে আর শাহিদ তার খেলনা ব্যাট দিয়েই ব্যাটিং করে। তখনই শাহিদের ব্যাটিং এ দক্ষতা দেখে চমকে যায় তার বাবা। পরেরদিন থেকে শুরু হয় শাহিদের ক্রিকেট চর্চার যাত্রা। শাহিদের বাবা ক্রিকেট জগতের না হয়েও ছেলেকে শিখিয়েছেন স্ট্রেট ফরোওয়ার্ড, কাভার ড্রাইভ এর মতো ব্যাটিং এর ধরণ। বর্তমানে শাহিদের ফুটওয়ার্ক আরও ভালো করার জন্যে তার পায়ে বালতি বেঁধে চর্চা করানো হয়। প্রথম হাতেখড়ি বাবার হাতে হলেও ৩ বছর বয়সে শাহিদকে ভর্তি করা হয় ক্রিকেট একাডেমীতে। বর্তমানে শাহিদকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে খেলা কে শিখিয়েছে উত্তরে সে বলে " তার স্যার " অর্থাৎ যিনি শাহিদের বর্তমান কোচ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু শাহিদের ব্যাট করার ভিডিও ছড়িয়ে পড়লে ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কে জিজ্ঞেস করেন - " সে কি এই শিশুটিকে তার দলে খেলতে নিবে? " উত্তরে বিরাট কোহলি বিস্ময় প্রকাশ করে শাহিদের সম্পর্কে বিস্তারিত জানতে চায়। এরপর থেকে অবশ্য জনসাধারণের কাছে পরিচিত হতে শাহিদকে আর বেগ পেতে হয়নি।
শাহিদের ডায়পার পড়ে খেলার ছবি ভাইরাল হওয়ায় এবং তার ব্যাটিং এর ধরণ ক্রিকেটার ভিরাট কোহলির সাথে মিলে যাওয়ায় জনসাধারণ তার শাহিদের নাম দিয়েছে ' ডায়পার ভিরাট '। এছাড়া ভারতীয় গণমাধ্যম তাকে নাম দিয়েছে ' wonder boy '। ভারতীয় গণমাধ্যম শাহিদকে জিজ্ঞেস করেছিলো - " তুমি কি বিরাট কোহলির মতো ক্রিকেটার হতে চাও?" উত্তরে শাহিদ বলেছিলো - " আমি তো বিরাট কোহলির মতো খেলিই "। অর্থাৎ শাহিদের মতেও সে বিরাট কোহলির ছোট্ট সংস্করণ।
আড়াই বছরের শিশুর মধ্যে যখন অসাধারণ ক্ষমতা দেখা যায় তখন সরাসরি তাকে God Gifted Child বলা যায়। এটি সত্যি সকলকে চমকে দেয়। ডায়পার ভিরাট নাম ছাপিয়ে ভবিষ্যৎে শেখ শাহিদ কি হতে পারবে বিশ্বসেরা ক্রিকেটার শেখ শাহিদ? অপেক্ষা রইলো ভবিষ্যতের ।
ক্রিকেটের বিস্ময় শিশু।
Reviewed by সম্পাদক
on
রবিবার, এপ্রিল ১২, ২০২০
Rating: