লেখা: মিজু সরকার হ্নদয়
আমার নদী গ্রামের পাশে
এঁকে বেঁকে চলে
নাম তার চারালকাটা
বাপ দাদা বলে।
আমার নদী যায় যে ছুটে
বিশাল সমুদ্রের পানে,
খালি কন্ঠে সুরের মাঝে
জেলে-মাঝির গানে।
আমার নদী আমার ভূমি,
সবই আমার জন্মভূমি।
এই নদীতে মিশে আছে
আমার মধুর স্মৃতি।
নদী আমার দুঃখের সঙ্গী
নদী সুখের সাথী,
এই নদীতে মিশে আছে
শৈশব কালের স্মৃতি৷
কবিতা: নদী।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২০
Rating: