-->

কবিতাঃ কিছু কথা।


কবিতাঃ কিছু কথা।
লেখাঃ মোঃ এনামুল ইসলাম,(নীলফামারী)

কিছু কথা জমে আছে
বুকের বা পাশে,
কিছু কথা স্মৃতি হয়ে
চোখের সামনে ভাসে।

কিছু কথা লেখা আছে
ডাইরির পাতায় পাতায়,
কিছু কথা হারিয়ে গেছে
আকাশের মেঘের ভেলায়।

কিছু কথা সুর হয়ে
নীরবে ভাসে আমার কানে,
কিছু কথা বার বার আমায়
পিছন ফিরে টানে।

কিছু কথা হয়নি শোনা
আটকে আছে, ফোনের ওপাশে
কিছু কথা হয়নি বলা
ধুলোয় মিলিয়ে যাচ্ছে এপাশে।

কিছু কথা হয়নি রাখা
গেছে চোখের জ্বলে ভেসে,
কিছু কথা দুঃখ দিয়ে
নীরবে কাঁদায় শেষে।

তবুও বসে থাকি
কিছু কথা, শোনার অপেক্ষায়-
কেন জানি মনে হয়
হাত বাড়ালেই, কিছু কথা ছোয়া যায়।
কবিতাঃ কিছু কথা। কবিতাঃ কিছু কথা। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.