-->

ছড়া: রোজার বাজার।


ছড়া: রোজার বাজার।
লেখা: শেখ একেএম জাকারিয়া

এই করোনায় রোজার বাজার
বলতে পারেন কেমন হবে?
দ্রব্যমূল্য চড়বে নাকি
পড়বে এবার ভাবছি সবে।

বিকালবেলা কেউ কী যাবে 
হেঁটে হেঁটে বাজার-হাটে,
মজার যত ইফতারি সব
দেখব কি হায় দোকানপাটে?

হলুদ মরিচ পিয়াজ রসুন
থাকবে কি তা সহজদামে,
জমবে কী ভীড় সবজি হাটে
ফুটপাতেরই ডানে বামে?

কী হবে কেউ বলতে পারো
এই করোনার ক্রান্তিকালে?
এই পৃথিবীর হইছে অসুখ
চলছে জীবন দু্খের পালে।

লোকসমাগম যেথায় আছে
সাবধানে যেন সবাই হাঁটে,
এই করোনা নয় করুনা
ধরবে পেলেই ভিড়ের হাটে।
ছড়া: রোজার বাজার। ছড়া: রোজার বাজার। Reviewed by সম্পাদক on সোমবার, এপ্রিল ২৭, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.