কবিতা: এই তো আমার বাংলাদেশ।
লেখা: শাহীন খান,(বরিশাল)
সবুজ শ্যামলে ঘেরা চারদিকটা
মায়ায় আদরে সেরা তার বুকটা
প্রাণ ভরা প্রীতি ভাব আছে যে অঢেল
অন্যের কাছে যে নীতির "মডেল"
রূপের নেইরে শেষ
এই তো আমার বাংলাদেশ
আমার বাংলারে।
যেদিক তাকাই দেখি অপার ছবি
তাই দেখে দিওয়ানা ভাবুক কবি
বনে বনে পাখিরা গান গেয়ে যায়
এই মন আবেগেতে কেবল হারায়
বয় যে সুরের রেশ
এই তো আমার বাংলাদেশ
আমার বাংলারে।
মায়ের ভালোবাসা বাবার স্নেহ
গেলে তুমি কোথা দেবেনা কেহ
ছয়টি ঋতুর বীণা তারে বন্ধন
এখানে নেই নেই কোন ক্রন্দন
সুন্দর পরিবেশ
এই তো আমার বাংলাদেশ
আমার বাংলারে।
ভাই বোন আত্মীয় মিলন মেলা
আকাশ পাড়ে ভাসে রংয়ের ভেলা
রাতের বেলায় দেখি চাঁদের হাসি
দূর গাঁয়ে বেজে চলে মধুর বাঁশি
হয় না নিরুদ্দেশ
এই তো আমার বাংলাদেশ
আমার বাংলারে।
নদ নদী বয়ে চলে সাগর পানে
দখিনা বাতাসে মধু ছন্দ আনে
মসজিদে ভেসে চলে আজান ধ্বনি
সুখে-দুখে পাশে থাকে গরীব- ধনী
আছে সবে বেশ
এই তো আমার বাংলাদেশ
আমার বাংলারে।
কবিতা: এই তো আমার বাংলাদেশ।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২০
Rating: