কবিতা: আগমন কে রুখছে?
লেখা: জেবা সামিহা তমা,(রংপুর)।
রোজকার মতো রবির আলো,
নিয়ম করে উত্থিত হলো।
নাই বা রাঙ্গালাম নিজেকে,
নাহয় এবার না হলো গানের পসরা,
নতুন বছরের আগমন কে রুখছে?
আনন্দেও ঝরছে অশ্রু,
গ্রাস করছে ভয়,
প্রকৃতি হাসছে সুস্থ হয়ে।
নতুন বছরের আগমন কে রুখছে?
উৎসবেও আজ চোখ ভর্তি চিন্তা,
পাপ-পূন্যের হিসাব করছে গৃহবন্দীরা।
বছরের কাছে সকলের প্রত্যাশার কত গভীরতা,
শিকল ভেঙ্গে কবে মাতবে উল্লাসে?
তারপরেও আগমন কে রুখছে?
তবুও বরণডালা সাজিয়েছে ক্ষুধার্ত হাসির মুখ।
- জেবা সামিহা তমা
কবিতা: আগমন কে রুখছে?
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০
Rating: