-->

কবিতা: অস্ফুটবাক।


কবিতা: অস্ফুটবাক।
লেখা: দীপিকা রায়

জীবনের স্মৃতিকথা ইতি হয়ে বাজে,
সুখ যেন মরুভূমি হৃদয়ের মাঝে।
 ফুরায় মনের দম রোজ অনাহারে,
কোথা ক্ষুধার অন্ন পাবো কার দ্বারে।
বলো বিধি কারে বলি মরে যাই লাজে,
জীবনের স্মৃতিকথা ইতি হয়ে বাজে।

মরণরোগের ভয়ে পৃথিবীটা কাঁদে,
প্রাণের মায়ায় সবে নিজেকে'ই বাঁধে।
তবু মন অনায়াসে কেন ভুল ছোটে,
নিয়তি চক্রবাত প্রাণ বুঝি লোটে;
মান রেখে কোথা চাই,মরি তাই লাজে!
জীবনের স্মৃতিকথা ইতি হয়ে বাজে।

কতশত অনুদান কতদিকে ছুটে,
মানীলোকে আমাদের উপহাস কুটে।
সুদিনের অতিথিরা দূরে দূরে থাকে,
করোনা রোগের চেয়ে ভয় এ দশাকে।
হায় বিধি কারে বলি,মরে যাই লাজে!
জীবনের স্মৃতিকথা ইতি হয়ে বাজে।
কবিতা: অস্ফুটবাক। কবিতা: অস্ফুটবাক। Reviewed by সম্পাদক on সোমবার, এপ্রিল ১৩, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.