-->

ধারাবাহিক গল্প: কোয়ারেন্টাইন; (পর্ব-১)।


গল্প: কোয়ারেন্টাইন। (পর্ব-১)
লেখা: নাবিলা আক্তার বুশরা,(ঢাকা)

কাল ৬ টায় এর্লামের শব্দে ঘুম ভাঙলো কানিজের,   শরীরে বড্ড আলসেমিরা খেলা করছে যেনো তাকে বলছে আরেকটু আরাম করে শুয়ে নেয়া যাক না একটু দেরি করলে কিছুই হবে না। শরীরের এই নেহাত আলসেমির কথাকে হেলায় ফেলে ঘুম আর বিছানা ছেড়ে  উঠে যাওয়া সহজ না তবুও উঠতে হলো মনের বিরুদ্ধে গিয়ে। ফজরের নামাজ পড়েই রেডি হতে শুরু করলো কানিজ তার এখন ভার্সিটিতে যেতে হবে। 
বেশখানিকটা দূরের পথ বাসা থেকে আর ঢাকা শহরের জ্যাম সেখানে পড়লে তো কথাই নেই।

বাসা থেকে বের হয়ে মোটামুটি ১০ মিনিটের রাস্তা হেটেই বাস ধরতে গিয়ে দাড়িয়ে আছে কাজিন। শহরের ব্যস্তময়তা যেনো এই বাস ধরায় আর রাস্তায় থাকা জ্যামের মাঝেই সবথেকে বেশি ফুটে উঠে।
প্রায় প্রতিদিনই কানিজ বাসের জন্য অপেক্ষা করে আর কল্পনাতে ডুব দেয়। এই জায়গায় হরেক রকমের মানুষের দেখা মিলে এসব ভাবতে গিয়ে কনিজ বাসের জন্য লাইনে দাঁড়াতেই ভুলে যায় ফলে বাস আসলে তাকে সবার শেষে বাসে উঠতে হয়।
এখন বাসে ভীড় ভীষণ দাড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ তার নেই। 

কানিজ ঠিক যে সিট ধরে দাঁড়িয়ে আছে সেটা মহিলাদের সিট কিন্তু একজন পুরুষ বসে,  খানিকটা সময় যাওয়ার পর সিটে বসা লোকটি তাকে উদ্দেশ্য করে বললো আপনি কোথায় যাবেন?
কানিজ বললো শেষ সেখানে বাস থামবে সেখানে.. কথাটা শুনে লোকটা উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিলো আর লোকটি পাশে দাড়িয়ে।  হঠাৎ করেই কানিজের মাঝে ভালো লাগছে মানুষের মাঝে তাহলে এখন নারীদের উপর সন্মান রয়েছে।  কানিজের সামনের সিটের লোকগুলো মেয়েদের সিটে বসে আছে আর মেয়েরা দাঁড়িয়ে আছে বেপারটা ভালো দেখায় না। এখানে প্রায় সময়ই বাসে নারীর আর প্রতিবন্ধীদের  সিট দখল করে অসুস্থ চিন্তার পুরুষেরাই বসে থাকে... সবাই নিজের সার্থ বুঝে এই শহরে....আজ রাস্তায় জ্যাম কম থাকায় কানিজ তাড়াতাড়ি চলে আসলো ভার্সিটিতে। 

নতুন নতুন ক্লাস শুরু হয়েছে ভার্সিটিতে সব নতুন মুখ তার মাঝেও বেশ কয়েকজন নতুন  বন্ধু তার হয়েছে। গত ২ সপ্তাহ ধরে বেশ  ব্যস্ত সময় যাচ্ছে কানিজের বাসায় শুধু রাতটাই কাটে তার.. তাও এই সময়টায় পড়াশোনা নিয়ে থাকতে হয়।

ঢাকা শহরে যেনে কেউ থমকে থাকতে চায় না সবাই সবার কাজ জীবনের গতি নিয়ে পড়ে থাকে।

বেশ কয়েকদিন ধরে কানিজের ভালো লাগছে না এমন গোট বাধা জীবন। 
রাতের খাবারের পর টিভি দেখতে বসেছে বেশ কয়েকদিন ধরে দেখছে চীনের উহানে নতুন এক ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে ওখানে মোটামুটি ভালো ছড়িয়েছে সব লকডাউন করেছে খবরটা শুনে  কেমন জানি অস্থির  লাগছে। প্রায় কয়েকদিন চলছে কানিজের জীবন আগের মতোই হঠাৎ করেই... (চলবে)
ধারাবাহিক গল্প: কোয়ারেন্টাইন; (পর্ব-১)। ধারাবাহিক গল্প: কোয়ারেন্টাইন; (পর্ব-১)। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.