মো: আবদুল্লাহ,(বগুড়া):
নেতৃত্ব একটি বিশেষ গুণ।নেতার কাজই হলো নেতৃত্ব প্রদান করা এবং একটি দল,সমাজ তথা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া।একজন আদর্শ নেতা শুধু হুকুম করেনা বরং সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় স্বপ্ন বুকে ধারণ করে।এবং দলের সদস্যদের হতে পরবর্তী যোগ্য ব্যাক্তি বর্গদের অন্বেষন করে।একত্রে অর্থাৎ যৌর্থ ভাবে কোনো কাজে সফলতা পেতে হলে প্রয়োজন একজন সু-দ্ক্ষ নেতার সুষ্ঠ ও শৃঙ্খল নেতৃত্ব।শৃঙ্খল,দক্ষ নেতাই পারে দেশ তথা বিশ্বকে বদলে দিতে।
একটি দল,পরিবার,সমাজ,দেশ তখনই অবনতির দিকে ঝুঁকে পরে যখন নেতৃত্বের যায়গায় অবনতি দেখা দেয়,যোগ্য নেতৃত্বের স্থান এ সংকট দেখা দেয়।একটি জাতির উত্থান-পতন,এগিয়ে যাওয়া অনেকাংশে নেতৃত্বের উপর নির্ভর করে।যদি পরিবারের পরিচালক তথা নেতা বাবা যদি তার পরিবারকে সুষ্ঠ সুন্দর ভাবে সকলকে নিয়ে পরিচালনা করতে ব্যর্থ হয় তবে পরিবারটি নানা অশান্তিতে বিষাদময় হয়ে উঠে।যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক তার সদস্যদের নিয়ে সঠিক পরিকল্পনা করতে না পারে সঠিক ভাবে নেতৃত্ব প্রদানে ব্যার্থ হয় তবে ঐ প্রতিষ্ঠানের উগ্রগতি কল্পনা করা নিতান্তই বোকামি।এবং সর্বোপরি একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পিছনে নেতৃত্বের অবদানই মূখ্য ভূমিকা পালন করে।এভাবে সকল ক্ষেত্রে দক্ষ নেতার সুষ্ঠু চিন্তাধারা,পরিকল্পনা,সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোভাবই সকল কাজে ও সকল ক্ষেত্রে সফলতা এনে দেয়।
এই অনন্য গুণটির চর্চা ছাত্রজীবন থেকেই শুরু করা বিশেষ প্রয়োজন। এর ফলে একজন ছাত্র ভবিষ্যৎ এ একজন দক্ষ নেতায় পরিণত হবে এবং তাদের দক্ষ নেতৃত্বই পারে দেশ ও বিশ্বকে নতুন রং এ রাঙিয়ে বদলে দিতে।তাই সকলের উচিত নিজ নিজ অবস্থান হতে নেতৃত্ব চর্চা করা এবং আগামীর ভবিষ্যৎ ছাত্রসমাজের মাঝে এই গুণটি বিকশীত করার সুযোগ করে দেয়া।তবেই পরিবার,সমাজ তথা বিশ্ব এগিয়ে যাবে সাফল্যের উচ্চ শিকড় এ।
নেতৃত্ব কী?
Reviewed by সম্পাদক
on
সোমবার, মার্চ ২৩, ২০২০
Rating: