-->

সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের ধারক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।


মায়মুনা আক্তার,(কুমিল্লা):
অবিভক্ত কুমিল্লা জেলার অন্যতম সেরা ও সুপ্রাচীন কলেজ হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। কলেজটি ১৮৯৯ সালের ২৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠা করেন ঠিকাদার ও শিক্ষানুরাগী আনন্দ চন্দ্র রায়।  কলেজটি প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেন।কলেজটির নামকরণ মূলত তৎকালিন ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার নামানুসারে করা হয়।
রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়
 কলেজটির মনোরম পরিবেশ, শিক্ষা - সংস্কৃতি যুগ যুগ ধরে সকলকে মুগ্ধ করে তুলছে।লেখাপড়ার পাশাপশি  সাংস্কৃতিক কর্মকান্ডেও কলেজটি অন্যন্য ভূমিকা পালন করছে।শিক্ষা-সংস্কৃতির বিকাশে ব্রিটিশ ভারতে প্রথম পর্যায়ে যে কয়টি কলেজ প্রতিষ্ঠা করা হয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ তার মধ্যে অন্যতম।

তিতাশ চৌধুরী লিখেছেন, "প্রাচীনত্বের বিচারে এই কলেজটি বুড়োদের দলেই পড়ে।"
দক্ষিণ -পূর্বাঞ্চলীয় অন্ধকার যুগ এর মূলত এই কলেজটিই ছিল শিক্ষা - সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক।
কলেজটির দুটি শাখা অর্থাৎ কান্দিরপার রাণীরদিঘীরপার ইন্টারমিডিয়েট শাখা এবং ধর্মপুর ডিগ্রী শাখায় প্রায় ২৯০০০ হাজার ছাত্র ছাত্রীর পদচারণায়  মুখরিত হয় কলেজটি।কলেজটি যেমন শিক্ষা - সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করছে, তেমনিভাবে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামেও কলেজটির ভূমিকা ছিল অতুলনীয়। জানা যায় মহান মুক্তিযুদ্ধে এই কলেজের প্রায় ৩৫ জন শিক্ষার্থী শহীদ হোন।

ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট শাখার রানীর দিঘীর পারের সামনে বসে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম তাঁর বন্ধুদের নিয়ে আসর জমাতেন।এখানে বসেই কবি "মাধবী লতা দোলে" সহ বিভিন্ন গান লিখেছেন। এখানে বসে তিনি নার্গিসকে অনেক চিঠি লিখেছেন ।


অসংখ্য খ্যাতনামা ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়েছে ভিক্টোরিয়া ক্যাম্পাস। ধীরেন্দ্রনাথ দত্ত, শচীন দেবর্বমন,হানিফ সংকেত,শিল্পী আসিফ আকবর সহ নানা খ্যাতনামা সাবেকদের পদচারণায় মুখরিত হয়েছে এই ক্যাম্পাস। সত্যেন্দ্র নাথ বসু ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ।

কলেজটিতে রয়েছে হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরাল, জিয়া অডিটোরিয়াম, মুক্তমঞ্চ (নির্মাণাধীন), স্বাধীনতা স্তম্ভ, আনন্দচন্দ্র রায়ের প্রতিকৃতি, শহীদ মিনার, কলেজ ক্যান্টিন, কলেজ লেক, রানীদীঘি, কবি নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা হল, মুতাহের হোসেন চৌধুরী লাইব্রেরি। এই সকল কিছুই যেন কলেজটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।কলেজটির প্রতিটি ভবনের নকশা এবং নান্দনিকতা কলেজটির মুগ্ধতার অন্যতম কারণ। দূরদূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। যা সত্যিকার অর্থেই অতুলনীয়।
আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে কলেজটি।প্রতিটা ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করে এগিয়ে যাচ্ছে।

[নতুন নতুন গল্প,ছড়া,কবিতা,ফিচার সহ শিশু-কিশোরদের সৃৃজনশীল লেখার আপডেট পেতে ক্লিক করুন]
সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের ধারক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের ধারক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। Reviewed by সম্পাদক on বুধবার, নভেম্বর ২৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.