ছড়া: ইচ্ছে হলে।
লেখা: আব্দুস সালাম।
ইচ্ছে হলে বাধবো আমি
চাঁদের দেশে ঘর,
ইচ্ছে হলে উড়াল দেব
মেঘেরও উপর,
ইচ্ছে হলে সৌরজগত
ঘুরবো আমি উড়ে
ইচ্ছে হলে ভাসবো আমি
সারা ভুবন জুড়ে,
ইচ্ছে হলে নীল মেঘ ঐ
দুহাত দিয়ে ছুয়ে
ইচ্ছে হলে দুঃখ গুলো
মেঘে নেবো ধুয়ে
ইচ্ছে হলে বৃষ্টির সাথে
ঝরবো ঝুমঝুম
ইচ্ছে হলেই পায়রা সেজে
ডাকবো বাক-বাকুম
ইচ্ছে হলে সাজেক যাব
মেঘ পরবে নিচে
ইচ্ছে হলেই চিম্বুক পাহাড়
লাগবে ভালো কিযে
ইচ্ছে হলে সৈকত পাড়ে
কত উচু ঢেউ
ইচ্ছে যাহা করবো তাহা
সঙ্গে না থাক কেউ
ইচ্ছে হলে সুন্দরবনে
কত রকম বৃক্ষ
চেনা অচেনা পাখির গান
করবো নীরিক্ষ
ইচ্ছে হলে ধরলার জলে
কাটবো সাতার খানি
আমার ইচ্ছের সীমা আমি
মাপতে নাহি জানি,
ইচ্ছে হোক মানবতার
ইচ্ছে দুঃখীর সাথী
আমার ইচ্ছেয় সাজুক ভুবন
সাজুক দিবা রাতি।
ছড়া: ইচ্ছে হলে।
Reviewed by সম্পাদক
on
সোমবার, নভেম্বর ১১, ২০১৯
Rating: