কবিতা: আলোকিত স্বপ্ন।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)।
এক দিন সকলে হবে শিক্ষিত,
দেশ হবে আলোকিত,
চারদিকে জ্বলবে জ্ঞানের প্রদীপ।
মুছে যাবে সব অন্ধকার,
শূন্যেরই মাঝে।
কেউ থাকবেনা আর অন্ধকারে,
সবাই হাঁটবে আলোর পথে।
থাকবেনা কোন ভেদাভেদ,
ধনী-দরিদ্র সকলের মাঝে থাকবে
শিক্ষার বিকশিত রেশ।
দেশ হবে উন্নত,
দেশের মানুষ হবে মূল্যবোধে জাগ্রত।
দেশ ও জাতি হিসাবে প্রাণের,
বাংলাদেশ হবে গর্বিত।
লেখা: আবদুল্লাহ,(বগুড়া)।
এক দিন সকলে হবে শিক্ষিত,
দেশ হবে আলোকিত,
চারদিকে জ্বলবে জ্ঞানের প্রদীপ।
মুছে যাবে সব অন্ধকার,
শূন্যেরই মাঝে।
কেউ থাকবেনা আর অন্ধকারে,
সবাই হাঁটবে আলোর পথে।
থাকবেনা কোন ভেদাভেদ,
ধনী-দরিদ্র সকলের মাঝে থাকবে
শিক্ষার বিকশিত রেশ।
দেশ হবে উন্নত,
দেশের মানুষ হবে মূল্যবোধে জাগ্রত।
দেশ ও জাতি হিসাবে প্রাণের,
বাংলাদেশ হবে গর্বিত।
কবিতা: আলোকিত স্বপ্ন।
Reviewed by সম্পাদক
on
শনিবার, নভেম্বর ২৩, ২০১৯
Rating: