-->

ছড়া: হেমন্তের আগমন ।



ছড়া:: হেমন্তের আগমন ।
লেখা:: মিজু সরকার হৃদয়,(নীলফামারী)।

মাঠে-ঘাটে সোনার ফসল
হাওয়ায় দোলে ছন্দে,
কৃষক ভাইয়ের মন ভেসে যায়
 নতুন ফুলের গন্ধে।

প্রজাপতি ফুলের উপর
করছে অনেক খেলা,
ক্ষেতে ক্ষেতে দেখা মেলে
পাখপাখালি'র মেলা!

দূর্বা ঘাসের শিশির কনায়
পড়ছে রোদের আলো,
হেমন্তের-ই মৃদু বাতাস
মন করে দেয় ভালো।

রাখাল মাঠে মধুর সুরে
গাছের নিচে গাইছে,
তাই শুনে সোনামনিরা
অবাক চেয়ে রইছে!

 বাগান মাথায় ফুলের সুবাস
 বিলে শাপলা হাসে,
 আমার দেশে এমন করে
হেমন্ত ভাই আসে।

ছড়া: হেমন্তের আগমন । ছড়া: হেমন্তের আগমন । Reviewed by সম্পাদক on মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.