-->

৩ বলে ১ রানের দু:খ কিছুটা হলেও কমলো; সাকিব- তামিম ছাড়া দূর্দান্ত জয়।


স্পোর্টস ডেস্ক:
ভারতের মাঠেই তাদেরকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের ক্রিকেট দল। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতকে হারালো টিম টাইগার্স। এর ফলে, ভারতের মাঠে তিন ফরম্যাটেই জয় পাওয়ার যে খরা ছিলো তা কাটালো বাংলাদেশ দল।
ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় ১ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাকিব নিষিদ্ধ হওয়ার পর অনেকটা ভাঙা মন নিয়েই ইন্ডিয়া সফরে যায় বাংলাদেশ দল। এছাড়া ব্যক্তিগত কারণে দলে নেই দলের অন্যতম ব্যাটসম্যান তামিম ইকবাল। তারপরেও মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের ভারতের মাটিতে জয়ের দেখা পায় টাইগারার।
মুশফিকুর রহিমের অনবদ্য ৬০ রানের ইনিংসে ভর করেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়ে এগিয়ে থাকলো বাংলাদেশ।
এই জয়ে ঘুরেফিরে আসছে ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারা বেঙ্গালোরের সেই স্মৃতি। সেই জুটি দিল্লি জয় করে দেখাল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সেদিন পারেননি মুশফিক ও মাহমুদউল্লাহ। রোববার আর নির্ঘুম রাত আসতে দিলেন না দুজনে।
গত কয়েক বছরে ক্রিকেট দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতায় অন্যতম বড় নাম হয়ে উঠেছে বাংলাদেশ-ভারত ম্যাচ। এই দুই দল মুখোমুখি হওয়া মানেই হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ মুহূর্তে গিয়ে হতাশ দলের নামের জায়গায় অধিকাংশ সময়ই থেকে যাচ্ছিল বাংলাদেশের নাম। বিশেষ করে টি-টুয়েন্টিতে। এবার সেই ধারা ভেঙেছে।
সাকিব আল হাসান ও তামিম ইকবাল দলে নেই। তবে প্রথম ম্যাচে অন্তত তাদের অভাব টের পেতে দিলেন না বাংলাদেশের অন্য খেলোয়াড়রা। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই প্রত্যেকে নিজের সেরাটা উপহার দিয়ে বাংলাদেশকে টি-টুয়েন্টিতে দারুণ জয় এনে দিলেন।

সূত্র: সংগৃহীত ও পরিমার্জিত।
৩ বলে ১ রানের দু:খ কিছুটা হলেও কমলো; সাকিব- তামিম ছাড়া দূর্দান্ত জয়। ৩ বলে ১ রানের দু:খ কিছুটা হলেও কমলো; সাকিব- তামিম ছাড়া দূর্দান্ত জয়। Reviewed by সম্পাদক on রবিবার, নভেম্বর ০৩, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.