মো: আবদুল্লাহ,(বগুড়া):
বর্তমান সমাজ এ শিক্ষিত মানুষের সংখ্যাই বেশিই।প্রায় সবাই প্রতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছি।অনেক সার্টিফিকেট,ডিগ্রিও লাভ করছি,কিন্তু বিবেক-মনুষ্যত্ব কি আমরা সঠিকভাবে অর্জন করতে পারছি?
মানুষ সৃষ্টির সেরা জীব তার কারণ মানুষের বিবেক রয়েছে। অর্থাৎ ভালোমন্দ বোঝার ক্ষমতা রয়েছে। আমরা ভালো মন্দ সব কিছুই বুঝতে পারি। তবুও আমরা বিবেকহীন প্রাণীদের মতো কাজ করি। এর কারণ বিবেকের অবক্ষয়। বর্তমানে আমরা ছুটছি যে শিক্ষার পিছনে, তা শুধুমাত্র সার্টিফিকেট আর ভালো কর্মস্থলের আশায়। এই দৌড় প্রতিযোগিতার আড়ালে যে আমরা হারিয়ে ফেলছি আমাদের বিবেক-চেতনা তা আমরা ভুলেই গেছি। সমাজে যত ধরনের অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক ঘটনা ঘটে তার অধিকাংশই এখন ঘটাচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে অসংখ্য সার্টিফিকেট,ডিগ্রি অর্জন করা ব্যাক্তিবর্গ। তবে তারা কি শিক্ষা অর্জন করলো বছরের পর বছর শিক্ষা অর্জনের জন্য নির্মিত স্কুল কলেজের দ্বারে দ্বারে গিয়ে, হাতে বই,খাতা,কলম নিয়ে ছোটাছুটি করে?
শিক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্যই হলো বিবেক বোধের উদয়ন ঘটানো,সেই বিবেক বোধই যে শিক্ষার দ্বারা অর্জন হয়না, যে শিক্ষা শুধু টাকার পিছনে ছুটতে শেখায়, মানুষকে সম্মান করতে শেখায় না, ধনী-দরিদ্র,উঁচু-নীচুর নামে সবার মাঝে প্রাচীর তুলে দেয়, যে শিক্ষা লাভের পরেও দেশে এক এক পর এক অনৈতিক কাজ সংগঠিত হয়, তবুও বিবেকবোধ জাগ্রত হয়না সেই শিক্ষা অর্জন না করাই উত্তম।
আমরা আজ পথভ্রষ্ট, আমরা আজ শিক্ষার আলোকিত পথে না হেঁটে,শিক্ষার প্রকৃত আলো অর্জন না করে হাঁটছি অন্ধকার পথে ফলে আজ আমাদের এই পরিণতি।
আমাদের সবাইকে আজ বেরিয়ে আসতে হবে অবক্ষয় এর পথ থেকে। সার্টিফিকেট নয় বরং বিবেক-মনুষ্যত্ব অর্জন কে শিক্ষার প্রান বিবেচনা করতে হবে। প্রাতিষ্ঠানিক ভাবেও এ ব্যাপারে হতে হবে সচেতন শুধু প্রাতিষ্ঠানিক নয় পরিবার তথা সকলকে এ বিষয় এ সচেতন হতে হবে।
তবেই শিক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য পূরন হবে এবং আমরা গড়ে তুলতে পারবে সুন্দর-শৃঙ্খল এক অালোকিতময় ভূবন।
শিক্ষা নয় সুশিক্ষার প্রয়োজন।
Reviewed by সম্পাদক
on
রবিবার, নভেম্বর ০৩, ২০১৯
Rating: