-->

কবিতা: আমরা শিশু।


কবিতা: আমরা শিশু
লেখা: আরাফাত ইমরান , (রংপুর)


আমরা শিশু, ভবিষ্যতের কাণ্ডারী আমরাই,
উজ্জ্বল এক ভবিষ্যতের তাই মোরা গান গাই!
মানব ঘরে জন্ম নিলেই যায়না মানব হওয়া,
মানুষ হওয়ার জন্য আমরা নিজকে গড়বো তাই!
ভাঙবো না মন আমরা কারো, আঘাত দিয়ে কভু।
সবাই আমরা বন্ধুসূলভ, সবাই আমরা ভাই!
গরীব দুখীর জন্য আমরা বাড়াবো দুই হাত,
এরচে' বড় আনন্দ আর এ জগতে নাই!
অসৎ পথে জীবনযাপন করবো না আমরা।
অসহায়ের করবো সেবা- যতটুকু পাই!
অনাহারে কত শিশু পথে পথে ঘোরে।
কেমন হবে, আমরা যদি তাদের ছেড়ে খাই?
সাজাবো এই দেশটা আমরা জ্ঞানের আলো দিয়ে,
মোদের আলোয় আলোকিত হবে এ দেশটাই!
আমরা এখন ফুলের কলি- ছিড়তে চাইলে কেউ,
দৃপ্তকণ্ঠে বলবো, "আমরা একটু বাঁচতে চাই!"
কবিতা: আমরা শিশু। কবিতা: আমরা শিশু। Reviewed by সম্পাদক on সোমবার, নভেম্বর ১৮, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.