-->

কবিতা: আমি দেখেছি ।



কবিতা: আমি দেখেছি ।
লেখা: রাশেদ প্রধান,(গাইবান্ধা) ।

আমি দেখেছি সেই,
অনাথ শিশুর আর্তনাদ
যার ভবিষ্যৎ কি সে নিজেই জানে না।

আমি দেখেছি সেই
পথ শিশুর কান্না,
যার ঈদে নতুন জামা পরার ইচ্ছাটি পুরন হয়নি।

আমি অনুভব করেছি সেই,
ভিক্ষুকের আপসোস,
যে মানুষের দ্বারে ঘুরেও একবেলা পেট পুরে খেতে পারে না।

আমার কাছে ভেসে এসেছে,
ট্রেনের মৃত যাত্রীগুলোর দেহের হীম বাতাস,
যারা স্বপ্ন নিয়ে ট্রেনে উঠেছিল।

আমি আজও ঘুমাতে পারিনা
সেই বিক্ষত মেয়েটির চিৎকারে,
যাকে ধর্ষণের পর লোকগুলো সিগারেট টানতে টানতে চলে গিয়েছিল।

আমি আজও অনুভব করি
সেই মেয়েদের অস্বস্তি,
যারা একটু আধার হলেই একা রাস্তা হাটতে বার বার পিছু তাকায়।

আমি আজও দেখতে পাই,
সেই ক্ষুধায় পাগল হওয়া মেয়েটির ব্যস্ততা,
যে একটু খাবারে জন্য ডাস্টবিন ওলট পালট করেছিল।

আমি আজও ভুলিনি সেই,
নুসরাতের কথা,
যাকে আগুনে পুড়ে মেরে ফেলেছে।

আমাকে আজও কাদায়
আবরারের মৃত আত্মা,
যে খুনিদের শাস্তির জন্য আজও ছুটে বেড়ায়।

আমাকে আজও উদ্ধুদ্ধ করে
নজরুলের সেই কবিতাগুলো,
যে কবিতায় সাম্যের কথা বলা হয়েছে।

আমাকে আজও পীড়া দেয়
শহীদ বুদ্ধিজীবিদের বাসনা,
যারা দেশের মঙ্গলের জন্য ভাবতো।

আমার চোখে আজও ভাসে
বঙ্গবন্ধুর চোখের ঝিলিক,
যে চোখে তিনি দেখেছিলেন সোনার বাংলাদেশের স্বপ্ন।

আপনার চোখে কি ভাসে না?
যদিই ভাসেই তবে কেন
হাত গুটিয়ে বসে আছেন?

আসুন না এক হই
পাশে দাড়াই সরকারের,
হাত বাড়িয়ে দেই অসহায়দের প্রতি,
দূর করি বিদ্বেষ,
পূরণ করি পিতার স্বপ্ন,
গড়ি সোনার বাংলাদেশ।
কবিতা: আমি দেখেছি । কবিতা: আমি দেখেছি । Reviewed by সম্পাদক on সোমবার, নভেম্বর ২৫, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.