কবিতা: রাস্তার ছেলে।
লেখা: মো: এনামুল ইসলাম ।
লেখা: মো: এনামুল ইসলাম ।
পথের ধারে জন্ম তাদের
পথেই করে বসবাস,
অনেক কষ্টে দিন চলে যায়
পায় না খুজে, সুখের কোন আশ্বাস।
দিনের পরে দিন চলে যায়
অনাহারে-অনাদরে,
একমুঠো ভাতের আশায় তারা
ছুটে যায়, কতোজনের দুয়ারে।
অনেক সময় খাবার খুঁজে
ডাস্টবিনে কিংবা ময়লার ভাগাড়ে,
তবু্ও তারা পায় না খেতে
সকল খুদার জ্বালা মিটিয়ে।
দিনের শেষে রাত আসে
ঘুমায় তারা ফুটপাতে,
অনেকে আবার লাথি মেরে
তাড়িয়ে দেয় সেখান হতে।
অনেকে আবার, ক্ষমতার ভয় দেখিয়ে
করিয়ে নেয় যতো, অনৈতিক কাজ,
ধরা পরলে আইনের হাতে
এরাই আবার গলা উচিয়ে বলে
ওরা যে রাস্তার ছেলে- 'এটাই তো ওদের কাজ'।
অনেক কষ্টে দিন চলে যায়
পায় না খুজে, সুখের কোন আশ্বাস।
দিনের পরে দিন চলে যায়
অনাহারে-অনাদরে,
একমুঠো ভাতের আশায় তারা
ছুটে যায়, কতোজনের দুয়ারে।
অনেক সময় খাবার খুঁজে
ডাস্টবিনে কিংবা ময়লার ভাগাড়ে,
তবু্ও তারা পায় না খেতে
সকল খুদার জ্বালা মিটিয়ে।
দিনের শেষে রাত আসে
ঘুমায় তারা ফুটপাতে,
অনেকে আবার লাথি মেরে
তাড়িয়ে দেয় সেখান হতে।
অনেকে আবার, ক্ষমতার ভয় দেখিয়ে
করিয়ে নেয় যতো, অনৈতিক কাজ,
ধরা পরলে আইনের হাতে
এরাই আবার গলা উচিয়ে বলে
ওরা যে রাস্তার ছেলে- 'এটাই তো ওদের কাজ'।
কবিতা: রাস্তার ছেলে।
Reviewed by সম্পাদক
on
বুধবার, নভেম্বর ০৬, ২০১৯
Rating: