কবিতা: আমি নারী।
লেখা: নাবিলা আক্তার বুশরা,(ঢাকা)।
আমি নারী,
আমার হাত ধরেই যুগের পর যুগ আর সভ্যতার পর সভ্যতা ও জাতি সৃষ্টি হচ্ছে।
আমি নারী তাই আমি গর্বিত,
কিন্তু কখনও এই গর্বিত হওয়া থেকে আমার ভয়ই আমাকে বেশি গ্রাস করে।
আমি যেমন সভ্যতার জন্ম দিয়েছি
জাতিকে যুগের পর যুগ আমার হাত ধরেই তোমাদের জন্ম।
আমি নারী,
আমি প্রেরণাময়ী, মমতাময়ী, স্নেহময়ী।
আমিতো প্রিয়সী।
আমারই নরম পরশে আর ভালোবাসায় বেঁচে আছো তোমারা।
যুদ্ধক্ষেএ হতে গৃহস্থালি সব তো আমার হাতেই সামলানো।
কখনও আমি হয়ে উঠি প্রবল রাগী
কখনও বা আমার হাতেই ধ্বংস হয় জীবন।
হ্যাঁ, আমিই সেই নারী যার মাঝ হতে তোমাদের শুরু আর শেষ।
ভালো, মন্দ সবাতে থাকে,
আমাতে ও আছে,
তাও আমি গর্বিত,
কারণ আমি একজন নারী, সমাজের শক্তি আমি।
কবিতা: আমি নারী।
Reviewed by সম্পাদক
on
শনিবার, নভেম্বর ০২, ২০১৯
Rating: