ছড়া: বুলবুল। লেখা: মোঃ মোশফিকুর রহমান। চারিদিকে একী শুনি বুলবুল নাকি আসছে, আমি থাকি মোংলায় এখন তাই ভয়ে বুক কাঁপছে! লবণাক্তের ভয়ে ছিলাম এখন আবার বুলবুল, এভাবে দিন গেলে বলো থাকে কী আর মাথায় চুল?