-->

ছড়া: বুলবুল।



ছড়া: বুলবুল।
লেখা: মোঃ মোশফিকুর রহমান।



চারিদিকে একী শুনি
বুলবুল নাকি আসছে,
আমি থাকি মোংলায় এখন
তাই ভয়ে বুক কাঁপছে!

লবণাক্তের ভয়ে ছিলাম
এখন আবার বুলবুল,
এভাবে দিন গেলে বলো
থাকে কী আর মাথায় চুল?
ছড়া: বুলবুল। ছড়া: বুলবুল। Reviewed by সম্পাদক on শুক্রবার, নভেম্বর ০৮, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.