-->

কবিতা: এক চিলতে খাল ।

কবিতা: এক চিলতে খাল।
লেখা: লাভলী ইসলাম,(লন্ডন থেকে)।

উড়ে ঘুরে হেসে যায় 
সাদা মেঘের ভেলা 
ভাগে ভাগে বিভক্ত হয়
শরৎ মেঘের খেলা ।
পথের কাছে কাশবন
হেলেদুলে খেলা
ছুঁয়ে আমায় দাও মন
বুঝবে আমি তুলা ।
শান্ত স্রোতে বয়ে চলা
মন মাঝির বৈঠা 
ভাটিয়ালি সুরের মেলা
কলাগাছের ভেলা ।
সারি সারি তাল গাছে 
কাঁচা পাকা তাল
গাছের ডালে চড়ুই নাচে
এক চিলতে খাল ।
কবিতা: এক চিলতে খাল । কবিতা: এক চিলতে খাল । Reviewed by সম্পাদক on মঙ্গলবার, অক্টোবর ০১, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.